ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থী বাসে ওয়াইফাই দেবে বিটিআরসি

প্রকাশিত: ০২:১৯, ১৩ ডিসেম্বর ২০১৫

শিক্ষার্থী বাসে ওয়াইফাই দেবে বিটিআরসি

অনলাইন রিপোর্টার ॥ দুর্গম এলাকায় টেলিযোগাযোগ সেবা সম্প্রসারণ, তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী কাজে সহায়তা এবং শিক্ষার্থীদের বাসে ওয়াইফাই সেবা দেওয়ার ব্যাপারে ‘প্রাথমিক সিদ্ধান্ত’ নিয়েছে সরকার। রবিবার বিটিআরসি কার্যালয়ে টেলিযোগাযোগ খাতের এই নিয়ন্ত্রক সংস্থার সামাজিক দায়বদ্ধতা তহবিল নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ডাক ও টেলিযোগাযাগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, বিটিআরসির তহবিলে ‘অলস পড়ে থাকা’ প্রায় ৭২৫ কোটি টাকায় এই সেবা দেয়া হবে।
×