ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বীমা কোম্পানির আয় বেড়েছে ৭ শতাংশ

প্রকাশিত: ০৫:২৫, ১৪ ডিসেম্বর ২০১৫

বীমা কোম্পানির আয় বেড়েছে ৭ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ জীবন বীমা খাতে বেসরকারী বীমা কোম্পানিগুলোর উপার্জিত প্রিমিয়াম আয়ের পরিমাণ ছিল ২০১৪ সালে ৬৬,৮৭৯ মিলিয়ন টাকা যা ২০১৩ সালে ছিল ৬২,৪২৯ মিলিয়ন টাকা। এই বৃদ্ধির পরিমাণ শতকরা ৭.১৩ শতাংশ। রবিবার রাজধানীর হোটেল পূর্বাণীতে বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশনের ২৮তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে বীমা কোম্পানির চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, বেসরকারী জীবন বীমা খাতের লাইফ ফান্ড ২০১৪ সালে বৃদ্ধি পেয়ে ২৫১,৪৯৪ মিলিয়নে দাঁড়ায় যা ২০১৩ সালে ছিল ২২৯,২২৭ মিলিয়ন। বেসরকারী জীবন বীমা খাতে ২০১৩ সালের বিনিয়োগ ১৯৩,৫২৩ মিলিয়ন থেকে ২০১৪ সালে ২২১,০৬১ মিলিয়নে দাঁড়ায়। বেসরকারী খাতে জীবন বীমা কোম্পানির মোট সম্পদ ২০১৩ সালে ২৫৯,৮২৭ মিলিয়ন থেকে ২০১৪ সালে ২৯৭,৬২০ মিলিয়নে উন্নিত হয়। সাধারণ বীমা খাতে প্রাইভেট বীমা কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম আয়ের পরিমাণ ২০১৩ সালে ছিল ২১,০৩৮ মিলিয়ন টাকা যা বৃদ্ধি পেয়ে ২০১৪ সালে দাঁড়ায় ২২,৬৭০ মিলিয়ন টাকা। এই আয় বৃদ্ধির পরিমাণ শতকরা প্রায় ৭.৭৬ শতাংশ। বেসরকারী সাধারণ বীমা কোম্পানির ২০১৩ সালে সম্পদের পরিমাণ ৫৪,৮৭৫ মিলিয়ন থেকে ২০১৪ সালে ৫৯,১১৩ মিলিয়নে দাঁড়ায়। বেসরকারী সাধারণ বীমা খাতে ২০১৩ সালের বিনিয়োগ ২৯,১১৯ মিলিয়ন থেকে ২০১৪ সালে ২৯,৮২২ মিলিয়ন হয়েছে।
×