ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শহীদ বুদ্ধিজীবী দিবসে ‘ত্রিংশ শতাব্দী’

প্রকাশিত: ০৫:২৭, ১৪ ডিসেম্বর ২০১৫

শহীদ বুদ্ধিজীবী দিবসে ‘ত্রিংশ শতাব্দী’

সাজু আহমেদ ॥ দেশের নাট্যমঞ্চে অন্যতম জনপ্রিয় নাট্য সংগঠন স্বপ্নদল। নাটক নির্বাচন, নাট্য উপস্থাপনার আঙ্গিক এবং বিভিন্ন প্রযোজনায় দলের সদস্যদের নান্দনিক অভিনয়শৈলী ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। দেশের নন্দিত নাট্য সংগঠন স্বপ্নদলের অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘ত্রিংশ শতাব্দী’ নাটকটি সাম্প্রতিক কালের শুধু নয় বিশ্বের যে কোন সময়ের যুদ্ধোন্মাদনার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ। সম্প্রতি নাটকটি নিয়ে ইংল্যান্ড সফর করেছে স্বপ্নদল। সেখানেও প্রশংসিত হয়েছে নাটক ‘ত্রিংশ শতাব্দী’। মূলত বাংলা নাট্যরীতির নান্দনিক উপস্থাপনা নাটকের উপজীব্যকে প্রাণবন্ত করেছে। এ কারণেই দর্শকদের কাছে আকর্ষণীয় নাটকটি। নাটকের মূলকাহিনীতে উঠে এসেছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমা-নাগাসাকির আণবিক বোমা বিস্ফোরণের বিষাদময় পরিণতি। এর সমান্তরালে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বসনিয়া, আফগানিস্তান, পাকিস্তান-ভারত, ইরাকে আগ্রাসন, গাজা-কুয়েত-তিউনিশিয়া-ইয়েমেন-তুরস্ক-মিয়ানমার এবং ফ্রান্স-সিরিয়ায় সাম্প্রতিক বর্বরতা প্রভৃতি প্রসঙ্গ। ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনায় নানাবিধ দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে স্থানীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধবাজ-যুদ্ধাপরাধী-অশান্তিকামীদের স্বরূপ এবং তাদের কর্মের তাৎক্ষণিক ও সুদূরপ্রসারী বীভৎসতার চিত্র উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে। সভ্যতা ধ্বংসকারী মানবসৃষ্ট যুদ্ধ-গণহত্যা-অনাচারের বিপরীতে মানুষ হিসেবে বর্তমান কর্তব্য অনুধাবন এবং এক্ষেত্রে দর্শককে সিদ্ধান্ত গ্রহণের মুখোমুখি স্থাপনই ‘ত্রিংশ শতাব্দী’ প্রযোজনার অন্যতম লক্ষ। অনন্য এ প্রযোজনাটির উপস্থাপনায় হাজার বছরের নাট্য-ঐতিহ্যের ধারায় আধুনিক বাংলা নাট্যরীতি প্রয়োগ করা হয়েছে । এদিকে স্বপ্নদল প্রধান জাহিদ রিপন জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণ উপলক্ষে আজ সোমবার সন্ধ্যায় শিল্পকলার স্টুডিও থিয়েটার হলে ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নাটকটির ৭৬তম মঞ্চায়ন হবে আজ। বাদল সরকারের রচনা অবলম্বনে ‘ত্রিংশ শতাব্দী’র রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জুয়েনা শবনম, ফজলে রাব্বী সুকর্ন, সামাদ ভূঞা, শিশির সিকদার, মোস্তাফিজুর রহমান, জেবুন নেসা, রেজাউল মাওলা, মেহেদী রানা, তানভীর শেখ, জাহিদ রিপন প্রমুখ। জাহিদ রিপন আরও জানান, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ‘ত্রিংশ শতাব্দী’র বিশেষ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি, এমপি। যুদ্ধবিরোধী সচেতনতায় ‘ত্রিংশ শতাব্দী’-র নিয়মিত প্রদর্শনীর পাশাপাশি বাঙালীর স্বাধীনতা ও বিজয়ের মাসে বিশেষ মঞ্চায়ন করে। সেই ধারাবাহিকতায় আজ এ নাটকের প্রদর্শনী হচ্ছে। এর আগে লন্ডনে নাট্যোৎসবে নাটকটি দু’টি প্রদর্শনীর পর প্রশংসিত হয়। এছাড় নয়াদিল্লীর ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি)-তে অনুষ্ঠিত এশিয়ার বৃহত্তম ও ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘১৭তম ভারত রং মহোৎসব-২০১৫’-এ ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়নের মাধ্যমে স্মরণীয় সাফল্য অর্জন করে স্বপ্নদল।
×