ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিলীপ কুমারের হাতে পদ্মবিভূষণ সম্মাননা

প্রকাশিত: ০৫:২৮, ১৪ ডিসেম্বর ২০১৫

দিলীপ কুমারের হাতে  পদ্মবিভূষণ সম্মাননা

সংস্কৃতি ডেস্ক ॥ চলতি বছরের জানুয়ারি মাসে ভারতের কেন্দ্রীয় সরকার ভারতীয় চলচ্চিত্রের প্রবাদপ্রতিম অভিনেতা দিলীপ কুমার এবং অমিতাভ বচ্চনকে পদ্মবিভূষণ সম্মান দেয়ার কথা ঘোষণা করে। যে দিন রাষ্ট্রপতি ভবনে পদ্ম সম্মান দেয়া হয়, ওই প্রবাদপ্রতিম অভিনেতা হাজির থাকতে পারেননি। তাই সরকারের পক্ষ থেকে রবিবার তাঁর বাড়িতে গিয়েই সম্মানিত করা হল। বাড়ি গিয়ে দিলীপ কুমারের হাতে পদ্মবিভূষণ সম্মাননা তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এ জন্য রবিবার তাঁর মুম্বাইয়ের বাড়িতে যান রাজনাথ সিংহ। সঙ্গে ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ। এ দিন বেলা ১টা নাগাদ স্বরাষ্ট্র মন্ত্রী টুইট করেন, মুম্বাই পৌঁছলাম। অভিনেতা দিলীপ কুমারকে সম্মানিত করতে তাঁর বাড়িতে যাব। প্রসঙ্গত, ভারতীয় চলচ্চিত্রকে অনেক কিছু দিয়েছেন মহম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমার। অধুনা পাকিস্তানের পেশোয়ারে ১৯২২ সালে জন্ম তাঁর। ‘মুঘল-এ-আজম’, ‘নয়া দৌড়’, ‘দেবদাস’, ‘মধুমতী’, ‘গঙ্গা যমুনা’-র মতো চলচ্চিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। ১৯৯১ সালে পেয়েছেন পদ্মভূষণ এবং ১৯৯৪ সালে পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার।
×