ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দনিয়া সাংস্কৃতিক জোটের শহীদ বুদ্ধিজীবী দিবসের আয়োজন

প্রকাশিত: ০৫:২৮, ১৪ ডিসেম্বর ২০১৫

দনিয়া সাংস্কৃতিক জোটের শহীদ বুদ্ধিজীবী দিবসের আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ‘বিজয়ের ৪৮ ঘন্টা পূর্বের স্মৃতিকথা’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেছে দনিয়া সাংস্কৃতিক জোট। স্থানীয় পুরাতন এ কে হাই স্কুল এন্ড কলেজের কয়েকটি ভবনে এ আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবে জোটের বিভিন্ন সংগঠনের শিল্পীরা। দনিয়ার কয়েকটি বিদ্যালয়ের প্রায় ২ হাজার ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানটি উপভোগ করবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। মুক্তিকামী সংগ্রামী জনতার বিজয় যখন নিশ্চিত তখনই তা আন্দাজ করতে পেরে দেশীয় মীর জাফরদের সহায়তায় এক জঘন্যতম এবং নারকীয় পৈশাচিক হত্যাকান্ড চালায় পাকিস্তানি সেনারা। এ নারকীয়তার কবলে পড়ে আমাদের বরেণ্যজনেরা। কবি-সাহিত্যিক, ইতিহাসবিদ, ডাক্তার থেকে শুরু করে বাছাই করে জাতিকে মেধাশূন্য করতে এই নারকীয়তা চালায় তারা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এই ঘটনার এক চলমান বাস্তব চিত্রই অভিনয়ের মাধ্যমে তুলে ধরবে দনিয়া সাংস্কৃতিক জোট।
×