ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ালটন প্রিমিয়ার দাবা শিরোপা নৌবাহিনী না রাসেলের ফয়সালা আজ

প্রকাশিত: ০৫:৩৪, ১৪ ডিসেম্বর ২০১৫

ওয়ালটন প্রিমিয়ার দাবা শিরোপা নৌবাহিনী না রাসেলের ফয়সালা আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লীগের অষ্টম রাউন্ডের খেলা শেষে ৭ খেলায় ১৩ পয়েন্ট করে নিয়ে শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ও গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুণœ রেখেছে। বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দল ৭ খেলায় ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাব ৭ খেলায় ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। শেখ রাসেল ও বাংলাদেশ নৌবাহিনী উভয় দলই ২৩ করে গেম পয়েন্ট (বোর্ড পয়েন্ট) অর্জন করেছে। আজ শেষ রাউন্ডের খেলায় শিরোপা জয়ের জন্য শেখ রাসেল মেমোরিয়াল তিতাস ক্লাবের সাঙ্গে এবং বাংলাদেশ নৌবাহিনী লিওনাইন চেন ক্লাবের সঙ্গে খেলবে। জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ারের অডিটরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব ৩.৫-০.৫ পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দলকে পরাজিত করে। শেখ রাসেল মেমোরিয়াল স্পোটির্ং ক্লাবের পক্ষে গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া, আন্তর্জাতিক মাস্টার দিপ্তায়ন ঘোষ ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ যথাক্রমে নৌবাহিনী জুনিয়র দাবা দলের ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ ও ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে পরাজিত করেন। নৌবাহিনী জুনিয়র দলের ইকরামুল হক সিয়াম শেখ রাসেল মেমোরিয়ালের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের সঙ্গে ড্র করেন। বাংলাদেশ নৌবাহিনী দাবা দল ৪-০ পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে পরাজিত করে। বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান যথাক্রমে সুলতানা কামালের সুজন, কাজী মোঃ মাহবুব আফজাল, দেওয়ান মোঃ রিয়াদ ও মোঃ শফিকুল ইসলামকে পরাজিত করেন। গোল্ডেন স্পোটির্ং ক্লাব এ রাউন্ডে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে ৩-১ পয়েন্টে পরাজিত করে। গোল্ডেন স্পোর্টিংয়ের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, প্রান্তিক রায় ও শ্রিজিৎ পল যথাক্রমে সোনালী ব্যাংকের বেলাল হোসেন, আবু হানিফ ও মতিউর রহমান মামুনকে পরাজিত করেন। প্রিতম-প্রিজম চেস ক্লাব নারায়ণগঞ্জ এ রাউন্ডে তিতাস ক্লাব দাবা দলের সঙ্গে ২-২ পয়েন্টে ড্র করে। প্রিতম-প্রিজমের পক্ষে শাহনাজ মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ ইব্রাহীম হোসেন যথাক্রমে তিতাসের ফিদে মাস্টার রেজাউল হক ও আন্তর্জাতিক মহিলা মাস্টার সাহেলী বড়ুয়া ধরকে পরাজিত করেন।
×