ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় মানসিক হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত ২১

প্রকাশিত: ০৬:১৮, ১৪ ডিসেম্বর ২০১৫

রাশিয়ায় মানসিক  হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত ২১

রাশিয়ার পশ্চিমাঞ্চলে ভরোনেঝ এলাকায় একটি মানসিক স্বাস্থ্য হাসপাতালে আগুন লেগে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। রুশ কর্তৃপক্ষ বলেছে, শনিবার গভীর রাতের এ ঘটনায় দগ্ধ ২০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, দুইজনের এখনও খোঁজ মেলেনি। এ ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে। খবর বিবিসির। শনিবার রাতে আগুন লেগে ওই হাসপাতাল ভবন কার্যত ভস্মীভূত হয়েছে। আগুন লাগার বিষয়টি তদন্তাধীন রয়েছে। নিহতদের অধিকাংশই ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তবে সেখানে কিভাবে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, আগুন লাগার পর উদ্ধারকর্মীরা মোট ৫৫ জনকে ওই হাসপাতাল থেকে জীবিত উদ্ধার করেন, যাদের মধ্যে ২১ জন বিভিন্ন মাত্রায় দগ্ধ হয়েছেন। আর ধ্বংসস্তূপের মধ্যে পোড়া মেঝেতে ১৯ জনের মৃতদেহ পাওয়া গেছে বলে রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে। দু’জনকে হাসপাতালে নেয়ার পর মারা যায়।
×