ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জার্মানিকে যুক্তরাষ্ট্র আইএসবিরোধী লড়াইয়ে আরও সামরিক সহযোগিতা চাই

প্রকাশিত: ০৬:১৯, ১৪ ডিসেম্বর ২০১৫

জার্মানিকে যুক্তরাষ্ট্র  আইএসবিরোধী লড়াইয়ে  আরও সামরিক  সহযোগিতা চাই

ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে আরও সামরিক সহযোগিতা প্রদানের জন্য জার্মানির প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় সামরিক অভিযানে যোগদানের পরিকল্পনা জার্মান পার্লামেন্টে অনুমোদনের এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র এ আহ্বান জানাল। জার্মান সাময়িকীদের স্পিহেল এক রিপোর্টে এ কথা বলেছে। খবর ওয়েবসাইটের। পত্রিকাটি জানায়, প্রতিরক্ষামন্ত্রী এ্যাস্টন কার্টার বার্লিনের কাছ থেকে আরও বেশি সামরিক সহযোগিতা পাওয়ার জন্য একটি চিঠি পাঠিয়েছেন জার্মান কর্তৃপক্ষের কাছে। সিরিয়ায় আইএসবিরোধী বর্তমান মিশনে উদি টর্নেডো গোয়েন্দা জেট, ফরাসী বিমানবাহী জাহাজ চার্লস দ্যাগলকে রক্ষা করতে একটি রণতরী একটি জ্বালানি সরবরাহকারী বিমান ও প্রায় ১ হাজার ২শ’ সৈন্য অন্তর্ভুক্ত করা হচ্ছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকে চিঠি পাওয়ায় ব্যাপারটি নিশ্চিত করেছেন।
×