ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্বে আইএসের প্রতি সমর্থন রয়েছে ৪২ জঙ্গী গ্রুপের

প্রকাশিত: ০৬:১৯, ১৪ ডিসেম্বর ২০১৫

বিশ্বে আইএসের প্রতি সমর্থন রয়েছে ৪২ জঙ্গী গ্রুপের

ইসলামিক স্টেটের (আইএস) প্রতি ফিলিপিন্স থেকে শুরু করে মিসর পর্যন্ত বিস্তৃত দেশসমূহের ৪২টি বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গী গ্রুপের সমর্থন রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। ৩০টি গ্রুপ সন্ত্রাসী দলটির প্রতি আনুষ্ঠানিকভাবে আনুগত্য প্রকাশ করেছে এবং আরও ১২টি তাদের সমর্থন ব্যক্ত করেছে। আইএস আধুনিক ইতিহাসে সবচেয়ে ধনী ও হিংসাশ্রয়ী সন্ত্রাসী দল বলে গ্লোবাল টেররিজম ইনডেক্সের এক রিপোর্টে জানানো হয়। বিদেশী যোদ্ধাদের আকর্ষণ করা দলটির কৌশলের অন্যতম দিক। আনসর আল শরিয়া গ্রুপ সিরিয়ায় ওকবা ইবনে বাফা ব্যাটালিয়ন তিউনিসিয়ায় এবং আনসার বায়াত আল-মকদিস গ্রুপ মিসরের সিনাইতে হামলা চালিয়েছে। আর উজবেকিস্তানের ইসলামিক মুভমেন্ট এবং ইন্দোনেশিয়ার আবু সায়াফ গ্রুপ সন্ত্রাসী দলটির প্রতি তাদের আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছে। আলজিরিয়া ও গাজা এলাকাতেও আইএসপন্থী দলগুলোকে দেখা গেছে। আর আফগানিস্তান ও পাকিস্তানের বিভক্ত উপদলগুলো সিরীয়-ইরাকি যুদ্ধ ক্ষেত্রে যোদ্ধা পাঠিয়েছে। ইনস্টিটিউট অব ইকনোমিক্স এ্যাড পিসের (আইইপি) তৈরি করা গ্লোবাল টেররিজম ইনডেক্সে বিশ্বে চালানো সন্ত্রাসী হামলাগুলোর ব্যাপকতা ও প্রভাবের পরিমাপ করা যায়। গত মাসে প্রকাশিত ঐ রিপোর্টে দেখা যায়। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ এর সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। বিশ্বে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেলেও এরূপ হামলায় পাঁচটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইরাক, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান ও নাইজিরিয়াতেই বেশিরভাগ লোক নিহত হয়।
×