ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মহাকাশে সূর্যমুখী ফুল

প্রকাশিত: ০৬:১৯, ১৪ ডিসেম্বর ২০১৫

মহাকাশে সূর্যমুখী ফুল

মহাকাশে এবার সূর্যমুখী ফুল ছড়াবে নাসা। যাতে ফুলে ফুলে ঢেকে যায় তারার মুখ। কারণ মহাকাশে তারার আলোয় অসুবিধা হচ্ছে টেলিস্কোপের। এজন্যই বেছে নেয়া হয়েছে সূর্যমুখী ফুল। টেলিস্কোপের মুখে বসিয়ে সেই ফুল পাঠানো হবে মহাকাশে। ফুলের পাপড়িগুলো ঢেকে দেবে তারার মুখ। এর ফলে ঘনিয়ে আসা জমাট অন্ধকারেই হদিস মিলবে হারিয়ে যাওয়া গ্রহ বা উপগ্রহ। নাসার এই অভিযানের নাম-‘অপারেশন স্টারশেড’। ফুলগুলো বানানো হচ্ছে টাইটানিয়াম অক্সাইড দিয়ে। -ওয়েবসাইট
×