ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেনীতে দুই মেয়র ও ৪২ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রকাশিত: ০৬:২১, ১৪ ডিসেম্বর ২০১৫

ফেনীতে দুই মেয়র ও ৪২ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

জেলার তিন ফেনীর ৩টি পৌরসভা নির্বাচনে ২ জন মেয়র ৪২ জন সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে। তিনটি পৌরসভায় ৮ জন মেয়র পদে, সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফেনী পৌরসভা ফেনী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাজী আলাউদ্দিনসহ ১৮ ওয়ার্ডের মধ্যে ১৭টি ওয়ার্ডের ১৭ সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের ৬টির মধ্যে পাঁচটি পদে একক প্রার্থী হওয়ায় বিনা নির্বাচিত হতে যাচ্ছেন। এরা সকলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। আগামী ৩০ ডিসেম্বর ফেনী পৌরসভায় ১ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে। পরশুরাম পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নিজাম উদ্দিন সাজেলসহ ৯টি ওয়ার্ডে ৯ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩টি পদে ৩ জন একক প্রার্থী হওয়ায় সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এরা সকলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। আগামী ৩০ ডিসেম্বর পরশুরাম পৌরসভায় কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মোজাম্মেল হোসেন। দাগনভুঞা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুখ খান ও বিএনপি সমর্থিত কাজী সাইফুর রহমান স্বপন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এছাড়া ৯টি ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আগামী ৩০ ডিসেস্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। দাগনভুঞা পৌরসভার তিনটি ওয়ার্ডের মধ্যে পাঁচটি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর তিনটি পদে ৩ জন এককপ্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এরা সকলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
×