ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পৌর নির্বাচনের প্রচারে বাধা দিচ্ছে ক্ষমতাসীনরা ॥ রিজভী

প্রকাশিত: ০৮:৫৪, ১৪ ডিসেম্বর ২০১৫

পৌর নির্বাচনের প্রচারে বাধা দিচ্ছে  ক্ষমতাসীনরা ॥  রিজভী

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীনরা বিএনপি নেতাকর্মীদের প্রচারে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের ক্যাডার বাহিনী ব্যবহার করে সরকার পৌর নির্বাচনকে নিজেদের অনুকূলে নেয়ার প্রয়াস চালাচ্ছে। এ অবস্থায় নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। রিজভী বলেন, পৌর নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের নির্যাতন, আক্রমণ ও গণগ্রেফতার বেড়েই চলেছে। ঝিনাইদহ, সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, নোয়াখালী, ফেনীতে সরকার সমর্থকদের নির্যাতনে নেতাকর্মীরা বাড়িছাড়া হয়ে পড়েছে। শনিবার সন্ধ্যায় ফেনীর চৌমুহনী পৌরসভায় বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী জহির উদ্দিনের উঠোন বৈঠকে মুখোশধারীরা গুলি ও ককটেল ছুড়ে আক্রমণ চালায়। নির্বাচন সুষ্ঠু হলে জনগণ ধানের শীষে ভোট দেবে- হান্নান শাহ ॥ পৌর নির্বাচন সুষ্ঠু হলে জনগণ ধানের শীষে ভোট দেবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ। তিনি আসন্ন পৌর নির্বাচনের যত দিন যাচ্ছে, আওয়ামী লীগ ততই ভীত হয়ে বিএনপির নেতাকর্মীদের বাধা দিচ্ছে। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী তৃণমূল দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভায় বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পৌর নির্বাচনে অনিয়মের মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য শেষ পেরেক মরার ব্যবস্থা করেছে সরকার। আয়োজক সংগঠনের সভাপতি মোঃ হানিফ বেপারীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
×