ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করবে সুইডেন

প্রকাশিত: ২০:০৪, ১৪ ডিসেম্বর ২০১৫

অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করবে সুইডেন

অনলাইন ডেস্ক ॥ সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে জিজ্ঞাসাবাদ করবে সুইডেন। এ ব্যাপারে ইকুয়েডর ও সুইডেন একটি চুক্তিতে উপনীত হয়েছে। ওই চুক্তি অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদের পথ সহজ করতে পারে। লন্ডনে ইকুয়েডর দূতাবাসে উইকিলিকসপ্রধানকে জিজ্ঞাসাবাদ করতে পারেন সুইডেনের কর্মকর্তারা। প্রায় ছয় মাসের সমঝোতার পর ইকুয়েডরের রাজধানীতে ওই আইনি চুক্তিটি হয়। চলতি সপ্তাহের শেষের দিকে চুক্তিটি চূড়ান্ত হলে অ্যাসাঞ্জকে সুইডেনের আইনজীবীদের জিজ্ঞাসাবাদের পথ উন্মুক্ত হবে। সুইডেনে ২০১০ সালে দুই নারীকে যৌন হয়রানির অভিযোগে প্রত্যর্পণ এড়াতে তিন বছর আগে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ। তখন থেকেই তিনি সেখানে অবস্থান করছেন। প্রথম থেকেই যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে আসছেন অ্যাসাঞ্জ।
×