ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শহীদ বুদ্ধিজীবী দিবসে গাইবান্ধায় আলোক চিত্র প্রদর্শনী ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২২:২৩, ১৪ ডিসেম্বর ২০১৫

শহীদ বুদ্ধিজীবী দিবসে গাইবান্ধায় আলোক চিত্র প্রদর্শনী ও বিক্ষোভ মিছিল

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সোমবার কলেজের বাংলা বিভাগের সামনে আলোকচিত্র প্রদর্শনী, কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখা এই কর্মসূচীর আয়োজন করে। কলেজ শাখার সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক বজলুর রহমান, কলেজ শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম মিলন, রাহেলা আকতার, শাহীন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, দেশ স্বাধীনের ৪৪ বছরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি। এখনও শিক্ষার ক্ষেত্রে চরম বৈষম্য চলছে। টাকা যার শিক্ষা তার এই নীতির ভিত্তিতে চলছে শিক্ষা ব্যবসা। বক্তারা অবিলম্বে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
×