ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঝালকাঠি জেলায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বই বিতরণ শুরু হয়েছে

প্রকাশিত: ২২:৫৪, ১৪ ডিসেম্বর ২০১৫

ঝালকাঠি জেলায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বই বিতরণ শুরু হয়েছে

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠি জেলায় মাধ্যমিক শিক্ষা স্তরের শিক্ষার্থী ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ২০১৬ সালের নুতন পাঠ্য বই এসেছে। নুতন বছর শুরু হওয়ার প্রথম দিনই ছাত্র ছাত্রীদের এই বই হাতে তুলে দেয়া হবে। ইতিমধ্যেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই পাঠ্য বই পাঠানো হচ্ছে। জেলায় মাধ্যমিক শিক্ষা বিভাগের এবতেদায়ী, দাখিল, দাখিল ভোকেশনাল এবং মাধ্যমিক ও মাধ্যমিক ভোকেশনাল ছাত্র-ছাত্রীদের বইয়ের চাহিদা ২৯ লাখ ২৬ হাজার ২শ ৭৯ খানা এদের মধ্যে মাধ্যমিক স্তরে ছাত্র-ছাত্রীদের জন্য ২৬ লাখ ২১ হাজার ৯শ ৪০ খানা। এসএসসি ভোকেশনাল ২২ হাজার ৭শ ৬০ খানা। দাখিল ২ লাখ ৬৮ হাজার ৩শ ৫৫ খানা। দাখিল ভোকেশনাল ৯শ ৬০ খানা এবং এবতেদায়ী ১২হাজার ৪শ ৩৪ খানা। প্রাথমিক স্তরে জেলায় বাইয়ের চাহিদা ৩ লাখ ৮৫ হাজার ১শ ৬১ খানা। এদের মধ্যে শিশু শ্রেনীতে ৮০৩৯৯, ১ম শ্রেনীতে ৮০৩৯৯, ২য় শ্রেণীতে ৮০৩৯৯, ৩য় শেনীতে ৪৭৯৮৮, ৪র্থ শ্রেণীতে ৪৭৯৮৮, ৫ম শ্রেণীতে ৪৩৯৫২ এবং অতিরিক্ত ৪০২১ খানা বই। বরাদ্দ চাহিদা ইতিমধ্যেই সরাসরি উপজেলা পর্যায় পাঠানো হয়েছে এবং সেখান থেকে প্রতিষ্ঠানগুলিতেই বিতরণ চলছে।
×