ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে দরপতন টানা ছয়দিনে গড়ালো

প্রকাশিত: ২৩:১৬, ১৪ ডিসেম্বর ২০১৫

পুঁজিবাজারে দরপতন টানা ছয়দিনে গড়ালো

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সূচকের নিম্নমুখী ধারায় লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে মিশ্র ধারায়। তবে এদিন উভয় বাজারেই লেনদেন বেড়েছে আগের দিনের তুলনায়। এ নিয়ে টানা ছয়দিন দরপতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। বাজারের সাম্প্রতিক দরপতনের বিষয়ে একটি শীর্ষ স্থানীয় মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সম্প্রতি সম্পদ ব্যব্স্থাপনা প্রতিষ্ঠান এইমস বাংলাদেশের ব্যবস্থাপনায় পরিচালিত দুটি ফান্ডের বে-মেয়াদিতে রূপান্তরে ইউনিটহোল্ডারদের মতামত না পাওয়ায় এ দুটি ফান্ড বাজারে শেয়ার বিক্রি করে দিচ্ছে। এতে বাজারে বিক্রি চাপ বেড়েছে। এছাড়া ব্যাংকগুলোর অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ে সময়সীমা বাড়ানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গবর্নরের বক্তব্যের কারণেও বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরু পরে কিছুক্ষণ পরেই সূচকের পতন ঘটতে থাকে। বস্ত্র খাতের নতুন কোম্পানি রিজেন্ট টেক্সটাইলের লেনদেন শুরুর দিন বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা বেড়েছে। দিনশেষে ডিএসইতে ৩৩৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৬০ কোটি ৭৯ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ২৭৪ কোটি টাকার শেয়ার। সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর। সকালে সামান্য দরবৃদ্ধি দিয়ে শুরুর পরে কিছুক্ষণ পরেই ডিএসইর সার্বিক সূচকে পতন ঘটতে থাকে। দিনশেষে সেখানকার সার্বিক সূচকটি বা ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৩৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭২৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৪ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো - বেক্সিমকো ফার্মা, রিজেন্ট টেক্সটাইল মিলস, স্কয়ার ফার্মা, কাশেম ড্রাইসেলস, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিলস, ব্র্যাক ব্যাংক লিমিটেড, সাইফ পাওয়ারটেক, আফতাব অটোমোবাইলস এবং কেডিএস এক্সেসরিজ। এদিকে ঢাকার মতো অপর বাজার চট্টগ্রামেও সব ধরনের সূচকের পতন ঘটে। নতুন কোম্পানিকে ঘিরে লেনদেন হলেও বড় মূলধনী বে´িমকো ফার্মার প্রতি বিনিয়োগকারীদের আলাদা চাহিদা তৈরি হয়। সেখানেও আগের দিনের তুলনায় লেনদেন কিছুটা বেড়েছে। সিএসইতে ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৩০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৬২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : রিজেন্ট টেক্সটাইল, বে´িমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, কাসেম ড্রাইসেল, বিএসআরএম স্টিল, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মা, ইউনাইটেড এয়ার, ডেল্টা লাইফ ও আইডিএলসি।
×