ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে যাজক হত্যার হুমকিতে আতঙ্ক ॥ বড়দিনে নিরাপত্তা দাবি

প্রকাশিত: ০৫:৩৪, ১৫ ডিসেম্বর ২০১৫

লালমনিরহাটে যাজক হত্যার হুমকিতে আতঙ্ক ॥ বড়দিনে নিরাপত্তা দাবি

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৪ ডিসেম্বর ॥ লালমনিরহাটে চার্চ অব গড উপাসনালয়ের যাজক তপন কুমার বর্মণকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেয়ার পর এবারেই প্রথম খ্রীস্টান সম্প্রদায়ের লোকজন আতঙ্কে এবং ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তাহীনতায় ভুগছে। বড়দিনে নাশকতার আশঙ্কায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান স্থানীয়রা। খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা দাবি করেন তাঁরা। জেলার পাঁচ উপজেলায় খ্্রীস্টান ধর্মাবলম্বীর ১৬ মিশনারি, গীর্জা ও সামাজিক প্রতিষ্ঠান রয়েছে। এখানে ১৬ যাজকসহ এক হাজার ১১৭ খ্্রীস্টান পরিবার বাস করে। ২৫ ডিসেম্বর খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই দিনে তারা গীর্জায় প্রার্থনা নানা খেলাধুলা, র‌্যাফেল ড্র ও সামাজিক আচার অনুষ্ঠান পালন করে থাকে। দলবদ্ধভাবে উৎসব পালন করে। এবারেই প্রথম তারা ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা নিরাপত্তা চেয়েছে। ’৭১’র মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান ও লালমনিরহাট ঈশ্বরের ম-লী চার্চের সাধারণ সম্পাদক জিএম আশীষ দাশ জানান, কথিত আইএসের চিঠির বিষয়টি নিয়ে উৎকণ্ঠিত তারা। প্রতি রবিবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত চার্চে প্রার্থনার সময় এবং বড়দিনের অনুষ্ঠানে নিরাপত্তা চান তিনি। সেই সঙ্গে ধর্মীয় অনুষ্ঠান পালনে খ্রীস্টান সম্প্রদায় যাতে নির্বিঘেœ চলাফেলা করতে পারে এর নিরাপত্তা দাবি করেন তিনি।
×