ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিদ্রোহী ঘাঁটিতে সিরীয় বাহিনীর হামলায় নিহত ৪৫

প্রকাশিত: ০৬:২৬, ১৫ ডিসেম্বর ২০১৫

বিদ্রোহী ঘাঁটিতে  সিরীয় বাহিনীর  হামলায়  নিহত ৪৫

দামেস্কের পূর্বাঞ্চলীয় বিদ্রোহী ঘাঁটিতে রবিবার সরকারী বাহিনী ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত ৪৫ বেসামরিক লোক নিহত হয়েছে। একটি স্কুলেও হামলা চালানো হয়েছে। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানায়, সরকারী বাহিনীর নিক্ষিপ্ত রকেট সরকার বিরোধীদের দখলে থাকা পূর্বাঞ্চল গোউতায় অবস্থিত দোমা, হারাসতা, সাকবা ও আরবিন শহরে আঘাত হেনেছে। খবর এএফপির। মানবাধিকার সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান জানান, শহরগুলোতে বিমান হামলা চালানো হয়েছে। তবে সিরিয়া না রুশ বিমান থেকে হামলাটি চালানো হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, এই হামলায় অন্তত ১০ শিশু, ৪ নারী নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আব্দেল রহমান বলেন, ‘বিমান থেকে দোমায় নিক্ষিপ্ত একটি রকেট একটি স্কুলের কাছে আঘাত হেনেছে। এতে স্কুলের অধ্যক্ষ নিহত হয়েছেন।’ এই ঘটনায় একটি ছোট্ট শিশু গুরুতর আহত হয়েছে। তার শরীরে অস্ত্রোপচার করা হচ্ছে।
×