ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খাদ্য অপচয় রুখতে...

প্রকাশিত: ০৬:২৭, ১৫ ডিসেম্বর ২০১৫

খাদ্য অপচয় রুখতে...

ফ্রান্স খাদ্য সঙ্কট রুখতে ও অপচয় বন্ধ করতে সম্প্রতি একটি ঐতিহাসিক আইন পাস করেছে। এতে বলা হয়েছে, দেশের কোন সুপারস্টোরের এক্সপেয়ার ডেট কাছাকাছি থাকা খাদ্যবস্তু চ্যারিটি হিসেবে দিয়ে দিতে হবে অথবা বিশেষ পদ্ধতিতে পশুর খাদ্যে পরিণত করতে হবে। পানি বা ব্লিচ ঢেলে নষ্ট করে ফেলা যাবে না। কোন স্টোর এই আইন অমান্য করলে ৭৫ হাজার ইউরো জরিমানা বা দুই বছরের কারাদ- হতে পারে। জানুয়ারি থেকে এই আইন কার্যকর হবে। -এই সময়
×