ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিন্যান্স ও ব্যাংকিং

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:২৯, ১৫ ডিসেম্বর ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৮. বাণিজ্যিক ব্যাংকের মূলধন- র. ব্যবসায় প্রতিষ্ঠানে ঋণ হিসেবে প্রদান করা হয় রর. বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয় ররর. ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১৯. “অল্প ব্যয়ে অধিক কাজ” ব্যাংকের কোন ধরনের নীতি? ক) উন্নয়নের নীতি খ) মিতব্যয়িতার নীতি গ) সাবধানতার নীতি ঘ) সচ্ছলতার নীতি ২০. বাণিজ্যিক ব্যাংক কোন কোন খাতে বিনিয়োগ করে? র. শেয়ার রর. ঋণপত্র ররর. সরকালি সিকউরিটি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২১. সাধারণত কিস্তির মেয়াদ হয়- র. ৬ মাস পরপর রর. ৩ মাস পরপর ররর. ১ মাস পরপর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২২. নতুন ব্যবসায় শুরু করতে হলে কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য মূলধন বাজেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? ক) স্থান নির্বাচন খ) ব্যবসায়ের ধরন নির্বাচন গ) স্থায়ী সম্পত্তি ক্রয় ঘ) কর্মচারী নিয়োগ ২৩. সঞ্ঝয়ী হিসাবের ক্ষেত্রে শহর এলাকায় সাধারণত কত টাকার অধিক উত্তোলন জন্য কত দিন পূর্বে নোটিশ প্রদান করতে হয়? ক) ২০, ০০০ টাকার খ) ১০, ০০০ টাকার গ) ৩০, ০০০ টাকার ঘ) ৫০, ০০০ টাকার ২৪. অর্থায়ন বিকাশের মূল চারণ ভূমি ছিল- ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) ফ্রান্স ঘ) ইটালি ২৫. কোন অর্থ আদানপ্রদানের প্রক্রিয়াটি সবচাইতে দ্রুততম ও সরল প্রক্রিয়া? ক) দীর্ঘমেয়াদি খ) মধ্যমেয়াদি গ) স্বল্পমেয়াদি ঘ) কোনোটিই নয় ২৬. লভ্যাংশ সমতাকরণ তহবিল মূলত- র নিট লভ্যাংশের অংশ রর এক ধরনের সঞ্চিতি ররর প্রতিষ্ঠানের সম্পদ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৭. চলতি হিসাব কত প্রকার? ক) দু প্রকার খ) তিন প্রকার গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার ২৮. মি. শামিম তার বইয়ের দোকানে একটি ফটোকপি মেশিন ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছন। এটি কী ধরণের সিদ্ধান্ত ? ক) আয় সিদ্ধান্ত খ) অর্থায়ন সিদ্ধান্ত গ) বিনিয়োগ সিদ্ধান্ত ঘ) মুনাফা সিদ্ধান্ত ২৯. বাংলাদেশের সকল বাণিজ্যিক ব্যাংকই কার্যত কোন ধরনের ব্যাংক হিসেবে গণ্য? ক) পাইকারি ব্যাংক খ) একক ব্যাংক গ) গ্রুপ ব্যাংক ঘ) খুচরা ব্যাংক ৩০. বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কী? ক) ঋণের সুদ খ) বিনিয়োগ গ) বিল বাট্টাকরণ ঘ) লকার ভাড়া ৩১. নগদ আন্ত:প্রবাহ যদি প্রারম্ভিক বিনিয়োগ বা নগদ বহি:প্রবাহ থেকে বেশি হয় তাহলে বিনিয়োগটি- ক) লাভজনক খ) অলাভজনক গ) গতানুগতিক ঘ) অগ্রহণযোগ্য ৩২. কোনটি মধ্যমেয়দি অর্থায়ন হিসেবে পরিগণিত? ক) ০-১ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল খ) ১-২ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল গ) ১-৩ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল ঘ) ১-৫ বছর মেয়াদের জন্যে সংগ্রহীত তহবিল ৩৩. কোম্পানির দউলিয়া হওয়ার সম্ভাবনা থাকে- র. দায় পরিশোধের অক্ষমতা দেখা দিলে রর. দীর্ঘদিন দায় পরিশোধ করতে না পারলে ররর. দায় শোধ না করার কারণে ঋণ সরবরাহকারী আইনের আশ্রয় গ্রহণ করলে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৪. প্রায়শই ঋণ সুবিধা প্রত্যাশা করেন এমন একজন ব্যক্তির জন্য কোন ধরনের হিসাব উত্তম? ক) সঞ্চয়ী খ) বিশেষ সঞ্চয়ী গ) চলতি ঘ) স্থায়ী ৩৫. মাসুদ রানা তার কিছু মূলধন ঝুঁকিহীন ক্ষেত্রে বিনিয়োগ করতে চায়। এক্ষেত্রে তার কী করা উচিত হবে? ক) শেয়ারে বিনিয়োগ করা খ) বন্ডে বিনিয়োগ করা গ) ব্যাংকে বিনিয়োগ করা ঘ) ডিবেঞ্চারে বিনিয়োগ করা ৩৬. কীসের ভিত্তিতে প্রতিষ্ঠানের প্রকল্প নির্বাচন করা হয়? ক) মূলধনের পর্জাপ্ততা অনুসারে খ) মূলধন কাঠামো অনুসারে গ) তহবিলের উৎস অনুসারে ঘ) লভ্যাংশ নীতি অনুসারে ৩৭. মূলধন খরচ প্রয়োগের পরিধি কতটুকু? ক) অর্থায়নের উৎস চিহ্নিতকরণ পর্যন্ত খ) বিনিয়োগের উৎস নির্বাচন পর্যন্ত গ) মূলধন ব্যয়ের হার নির্ধারণ পর্যন্ত ঘ) প্রকল্পের মূল্যায়ন পর্যন্ত ৩৮. ব্যাংক গ্রাহকের অছি হিসেবে কাজ করে- র. স্বর্ণালঙ্কার সংরক্ষণের মাধ্যমে রর. দেনা-পাওনা আদায় ও পরিশোধের মাধ্যমে ররর. মূল্যবান সম্পদ সংরক্ষণেন মাধ্যমে নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৩৯. ব্যবসায় প্রতিষ্ঠান প্রয়োজনীয় তহবিল সংস্থান করে কীভাবে? ক) সমাজকল্যাণ কার্যক্রম তহবিল খ) কর্মীদের আয়ের একাংশ থেকে গ) বিভিন্ন উৎস থেকে ঘ) রাষ্ট্রীয় খাত থেকে ৪০. ৪৯. মানবসৃষ্ট কাণে ব্যবসাযে ক্ষয়ক্ষতি হলে তাকে কোন অনিশ্চয়তা বলে? ক) রাজনৈতিক অনিশ্চয়তা খ) মানবীয় অনিশ্চয়তা গ) প্রাকৃতিক অনিশ্চয়তা ঘ) অর্থনৈতিক অনিশ্চয়তা ৪১. গ্রাহকদের পক্ষে ব্যাংকের উদ্দেশ্যাবলি হচ্ছে- র. আমানত সৃষ্টি রর. প্রতিনিধিত্ব ররর. অর্থ স্থানান্তর নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪২. বাকিতে পণ্য ক্রয়ের কোন খরচ নেই? ক) মূলধনি খরচ খ) বকেয়া খরচ গ) মুনাফা খরচ ঘ) অগ্রিম খরচ ৪৩. বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক অথবা ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করা হয়- র নির্দিষ্ট সুদের হারে রর নির্দিষ্ট মেয়াদে ররর স্থায়ী সম্পত্তি বন্ধক রেখে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪৪. ঝুঁকি ও অনিশ্চয়তা সম্পর্কিত প্রযোজ্য উক্তি হলো- র. বিভিন্ন ধরনের কৌশল প্রয়োগ করে অনিশ্চয়তা কমানো সম্ভব রর. অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা যায় তাই ঝুঁকি ররর. ব্যবসায় প্রতিষ্ঠান ঝুঁকি কমানোর পদক্ষেপ গ্রহণ করতে পারে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৫. শোভন জামিল উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ব্যবসায় করতে আগ্রহী। এজন্য সে বেশ কয়েকটি প্রকল্প সম্পর্কে ধারণা লাভ করে। নতুন ব্যবসায় হিসেবে কে কীভাবে প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে লাভজনক প্রকল্পটি বেছে নিতে পারবে? ক) রক্ষণাবেক্ষণ বিষয়ক জ্ঞানের প্রয়োগ খ) ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞনের প্রয়োগ গ) অর্থায়ন বিষয়ক জ্ঞানের প্রয়োগ ঘ) হিসাবরক্ষণ বিষয়ক জ্ঞানের প্রয়োগ ৪৬. কোনটি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে শুরু করে বিনিয়োগকারী পর্যন্ত সবাইকে লক্ষ্যে অর্জনে বাধা দেয়? ক) আয় খ) ঝুঁকি গ) ক্ষতি ঘ) আদর্শ বিচ্যুতি ৪৭. খবঃঃবৎ ড়ভ ঈৎবফরঃ ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক কী আদায় করে? ক) সার্ভিস চার্জ খ) বিনিময় গ) কমিশন ঘ) সুদ ৪৮. একটি মুদি দোকানের জন্য স্থায়ী খরচ হলো- র কাঁচামাল ক্রয় রর দোকানের আয় বৃদ্ধি ররর রেফ্রিজারেটর ক্রয় নিচের কোনটি সঠিক? ক) রও রর খ) রও ররর গ) ররও ররর ঘ) র,ররও ররর * মেঘনা ব্যাংক বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে নতুন একটি ব্যাংক। এটি জনগণের অলস অর্থ আমানত রাখে ও অধিক হার সুদে ঋণ দেয়। এটি সুনাম বৃদ্ধির মাধ্যমে স্থায়ী ভাবে ব্যাংক ব্যবসায়ে টিকে থাকতে চায়। ৪৯. আলামিন তার ব্যবসায়ের জন্যে মাইডাস হতে ২ বছরের জন্যে ঋণ গ্রহণ করে। তাবে আলামিন মাইডাস অফিসে গিয়ে দেখে প্রতিষ্ঠানটি আরও নানান ধরনের কাজের সাথে জড়িত। উক্ত প্রতিষ্ঠানটির কাজের আওতাভূক্ত- র পরামর্শ দান রর প্রশিক্ষণ দান ররর দক্ষতা বৃদ্ধিকরণ নিচের কোনটি সঠিক? ক) আমানত রাখা খ) ঋণ দেওয়া গ) সুদ গ্রহণ করা ঘ) মুনাফা অর্জন করা ৫০. প্রথম প্রতিষ্ঠিত সরকারি কেন্দ্রীয় ব্যাংক কোনটি? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ১. (ঘ) ২. (ঘ) ৩. (খ) ৪. (গ) ৫. (ক) ৬. (ঘ) ৭. (ক) ৮. (খ) ৯. (গ) ১০. (খ) ১১. (খ) ১২. (গ) ১৩. (ঘ) ১৪. (গ) ১৫. (ক) ১৬. (ঘ) ১৭. (ঘ) ১৮. (ক) ১৯. (খ) ২০. (ঘ) ২১. (গ) ২২. (গ) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (গ) ৬. (ক) ২৭. (খ) ২৮. (ক) ২৯. (ঘ) ৩০. (ক) ৩১. (ক) ৩২. (ঘ) ৩৩. (ঘ) ৩৪. (গ) ৩৫. (গ) ৩৬. (ক) ৩৭. (ঘ) ৩৮. (খ) ৩৯. (গ) ৪০. (খ) ৪১. (ঘ) ৪২. (ক) ৪৩. (ক) ৪৪. (গ) ৪৫. (গ) ৪৬. (খ) ৪৭. (গ) ৪৮. (ঘ) ৪৯. (ঘ) ৫০. (ঘ)
×