ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৭৮.৮০ কি. মিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ

প্রকাশিত: ০৭:৩২, ১৫ ডিসেম্বর ২০১৫

৭৮.৮০ কি. মিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ৪২ বছর পর ঈশ্বরদী থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত ৭৮.৮০ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মোট ৫শ’ ৫৯ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে নতুন এ প্রকল্পের নির্মাণকাজ আগামী ২৭ মাসের মধ্যেই শেষ করা হবে। নতুন এ প্রকল্প বাস্তবায়িত হলে পাবনা জেলা শহর রেল নেটওয়ার্কের আওতায় আসবে এবং সহজভাবে ঢাকাসহ দেশের অন্যান্য স্থানের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে। সোমবার রাজধানীর রেল ভবনে রেল কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার র‌্যাংকেন জয়েন্ট ভেঞ্চারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। রেলওয়ের পক্ষে মহাব্যবস্থাপক (পশ্চিম) খায়রুল আলম এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির চুক্তিপত্রে সই করেন।
×