ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্ষমতায় গেলে মিলন-নূর হোসেন হত্যার বিচার করব ॥ এরশাদ

প্রকাশিত: ০৭:৫৭, ১৫ ডিসেম্বর ২০১৫

ক্ষমতায় গেলে  মিলন-নূর  হোসেন হত্যার  বিচার করব ॥  এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন ’৯০-এর পরে রাজনৈতিক কারণে শত সহস্র মানুষ জীবন হারালেও তাদের শহীদ বলা হয় না। তাদের নামে কোন স্মৃতির মিনার হয় না, চত্বর হয় না। অথচ মিলন-নূর হোসেন নিয়ে কত কথাই বলা হয়। তিনি বলেন, মিলন-নূর হোসেন হত্যার তদন্ত হোক- বিচার হোক। সাবেক রাষ্ট্রপতি আরও বলেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি- তাহলে মিলন-নূর হোসেন হত্যার তদন্ত করে বিচার করব। কারণ নূর হোসেনকে কে বা কারা সাজিয়ে দিয়েছে- কে তার বুকে-পিঠে লিখে দিয়েছে- তাদেরসহ পরিকল্পনাকারীদের খুঁজে বের করা হবে। সাবেক রাষ্ট্রপতি এরশাদ সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সমবেত জনতার উদ্দেশে বক্তব্য রাখছিলেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, দলীয় সংসদ সদস্য, পার্টির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দসহ অসংখ্য নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।
×