ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিশালে উদিয়মান উদ্ভাবককে পিটিয়ে আহত করেছে পুলিশ

প্রকাশিত: ২০:৫৬, ১৫ ডিসেম্বর ২০১৫

বরিশালে উদিয়মান উদ্ভাবককে পিটিয়ে আহত করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীতে উদিয়মান পেট্টোল সাশ্রয়ী মোটরযানের উদ্ভাবককে পিটিয়ে আহত করেছে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে মহানগরীর উপ-পুলিশ কমিশনারের (ট্রাফিক) কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার শিকার উদ্ভাবক নগরীর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র জিসান জানায়, সে এক লিটার পেট্টোলে ১২০ কিলোমিটার অতিক্রম করার তিনটি মোটরযান তৈরি করেছেন। তার উদ্ভাবিত ওই মোটরযান তিনটি আগামী বছর রাজধানীতে জাপানী সংস্থা জাইকার প্রদর্শনীতে নেয়া হবে। তিনি অভিযোগ করেন, সোমবার দুপুরে মোটরযান তিনটি নিয়ে তিনি বগুড়া রোডের ছালাম সাইকেল স্টোরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বটতলা ফাঁড়ির কাছে পৌঁছলে তার গতিরোধ করেন ঘটনাস্থলে উপস্থিত সাদা পোশাকে থাকা বটতলা ফাঁড়ির এস.আই শাহ আলম। একপর্যায়ে কোন কিছু না বলেই এস.আই শাহ আলম জিসানকে মারধর করে উদ্ভাবিত তিনটি মোটরযানসহ তাকে (জিসান) ফাঁড়িতে নিয়ে যায়। এ ঘটনায় সোমবার রাতে আহত জিসান উপ-পুুলিশ কমিশনার (ট্রাফিক) আবু সালেহ মোহাম্মদ রায়হানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
×