ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিজয় দিবসে শোভাযাত্রা করতে চায় বিএনপি

প্রকাশিত: ২১:৩৫, ১৫ ডিসেম্বর ২০১৫

বিজয় দিবসে শোভাযাত্রা করতে চায় বিএনপি

অনলাইন রিপোর্টার ॥ ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বিকালে শোভাযাত্রা বের করতে চায় বিএনপি। এজন্য দলটির পক্ষ থেকে অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছে। তবে, এর মধ্যে অনুমতি পেয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় আর পুলিশ বলছে, এখনও সিদ্ধান্ত হয়নি। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার সকালে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বলেন, তাদেরকে নয়া পল্টন থেকে মৌচাক পর্যন্ত বিজয় শোভাযাত্রা করার অনুমতি দিয়েছে পুলিশ। ১৬ ডিসেম্বর বিকাল ৩টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে মৌচাকে গিয়ে শেষ করার পরিকল্পনা আছে দলটির। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুনতাসীরুল ইসলাম বলেন, বিএনপি’র পক্ষ থেকে একটা আবেদন এসেছে। তা পর্যালোচনা করা হচ্ছে, এখনো সিদ্ধান্ত হয়নি। বিজয় দিবসের ভোরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় ও গুলশানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৮টায় চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের নিয়ে সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এর পর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেবেন। ১৮ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা হওয়ার কথা রয়েছে।
×