ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পৌর নির্বাচন স্থগিত চেয়ে রিটের আংশিক শুনানি

প্রকাশিত: ২১:৫০, ১৫ ডিসেম্বর ২০১৫

পৌর নির্বাচন স্থগিত চেয়ে রিটের আংশিক শুনানি

অনলাইন রিপোর্টার ॥ পৌরসভা নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদনের আংশিক শুনানি হয়েছে। মঙ্গলবার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাই কোর্ট বেঞ্চ এই আবেদনের ওপর আংশিক শুনানি নিয়ে দুপুর ২টায় পরবর্তী শুনানির সময় রেখেছেন বলে নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম। স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচনের বিধিমালা-২০১০ এর চারটি তফসিলে বিষয়গত ত্রুটি রয়েছে দাবি করে রবিবার আইনজীবী এম জুলফিকার আলীর পক্ষে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি জমা দেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। আগামী ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোট হওয়ার কথা রয়েছে। রিট আবেদনে তফসিলগুলোতে যেসব ত্রুটির কথা বলা হয়েছে সেগুলো সংশোধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনাও চাওয়া হয়েছে। আদালতের রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।
×