ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০

ভুয়া ব্যাংক ঋণ পাওনার সনদ দেখিয়ে পৌর নির্বাচনের মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত: ২২:৩০, ১৫ ডিসেম্বর ২০১৫

ভুয়া ব্যাংক  ঋণ পাওনার সনদ দেখিয়ে পৌর নির্বাচনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৫ ডিসেম্বর ॥ অগ্রণী ব্যাংক, গাইবান্ধা প্রধান শাখার সিসি ঋণ পরিশোধ করা সত্ত্বেও ব্যাংক কর্তৃক পাওনা টাকার ভুল স্টেটমেন্ট প্রদানের কারণে গাইবান্ধা পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশী প্রার্থী নুরুন্নাহার বেগম নির্বাচন করতে ব্যর্থ হন। অথচ এবার সংরক্ষিত মহিলা আসনে তার নির্বাচিত হওয়ার সমুহ সম্ভাবনা ছিল। এব্যাপারে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ব্যাংকের উর্দ্ধতন কর্তৃপক্ষের বরাবরে তার নির্বাচনি ব্যয়ের ক্ষতি পূরণ এবং অগ্রণী ব্যাংক গাইবান্ধা প্রধান শাখার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ওই প্রার্থী। মঙ্গলবার গাইবান্ধা প্রেসক্লাবে লিখিত অভিযোগে তিনি এই তথ্য তুলে ধরেন। নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করলে অজ্ঞাত কারণে অগ্রণী ব্যাংক গাইবান্ধা প্রধান শাখার ব্যবস্থাপক নির্বাচনী রিটার্নিং অফিসারের কাছে পূর্বে পরিশোধকৃত ১৬১ নং একাউন্টে ৩ লাখ ৪ হাজার ৬১৯ টাকা ৪৫ পয়সা পাওনা রয়েছে বলে চিঠি দেয়। ফলে রিটার্নিং অফিসার ব্যাংক ঋণ পাওনা থাকার দায়ে তার মনোনয়নপত্র বাতিল করে। এব্যাপারে আপিল করা হলেও আপিলও খারিজ করে দেয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নুরুন্নাহার বেগমের স্বামী আব্দুল জলিল সরকার, জিপু বেগম, গোলাপী বেগম।
×