ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জ জেলাকে বাল্যবিবাহমুক্ত জেলা ঘোষণা করা হচ্ছে আগামীকাল

প্রকাশিত: ০১:৪৯, ১৫ ডিসেম্বর ২০১৫

মুন্সীগঞ্জ জেলাকে বাল্যবিবাহমুক্ত জেলা ঘোষণা করা হচ্ছে আগামীকাল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ জেলাকে বাল্যবিবাহমুক্ত জেলা ঘোষণা করা হচ্ছে। আগামীকাল বুধবার বিজয় দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হবে। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, নানা কারণে মুন্সীগঞ্জে বাল্য বিবাহের প্রবনতা বেশী ছিল। এই বিষয়ে ব্যাপক সভা সেমিনার এবং সচেতনতায় মধ্য দিয়ে তা নিয়ন্ত্রণ করা হয়েছে। তাই বিজয় দিবসে এই জেলাকে বাল্যবিবাহমুক্ত জেলা ঘোষণা করা হচ্ছে। এখন থেকে এই জেলায় আর কোন বাল্য বিবাহ হবে না। সেই অনুযায়ী জনপ্রতিনিধি, কাজীসহ সংশ্লিষ্ট সকলে একমত পোষণ ও শপথ বাক্য পাঠ করেছেন।
×