ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে এবারের পার্সন অব দি ইয়ার মেরকেল

প্রকাশিত: ০৬:০৮, ১৬ ডিসেম্বর ২০১৫

টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে এবারের  পার্সন অব দি ইয়ার মেরকেল

প্রখ্যাত টাইম ম্যাগাজিনের দৃষ্টিতে ২০১৫ সালের পার্সন অব দি ইয়ার নির্বাচিত হয়েছেন জার্মানি চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেল। খবর টাইম ম্যাগাজিন অনলাইনের। মেরকেলকে ইউরোপের সবচেয়ে ক্ষমতাশালী নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। টাইম ম্যাগাজিনে স্থান পাওয়ার কারণ হিসেবে পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক ন্যান্সি গিবস বলেন, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানি দীর্ঘদিন ধরে নেতৃত্বে আছেন এ্যাঙ্গেলা মেরকেল। পশ্চিমা বিশ্বের দীর্ঘতম সময় নেতৃত্বে থাকা নেতাও তিনি। এ বছর সবক্ষেত্রেই তার এমন পদচারণা ছিল। তা আগে কখনই দেখা যায়নি। এ বছর তিনি এমন কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেনÑ যা ছিল তার নেতৃত্বের জন্য হুমকি। তবে বেশ কঠোরভাবেই সমাধান করেছেন সব। টুডে নিউজ জানায়, এই প্রথম একক নারী হিসেবে ‘পার্সন অব দি ইয়ার’ হলেন মেরকেল। এর আগে কোন নারীকে এ শিরোনামের জন্য বাছাই করা হলেও তা ছিল দলগত। টাইমস ম্যাগাজিনের চোখে ‘টাইমস পার্সন অব দি ইয়ার’ নির্বাচিত হওয়া বিষয়ে পত্রিকাটি আরও জানিয়েছে, বছরের শুরুতে ইউরোপের অর্থনৈতিক মন্দা কাটাতে এবং শরণার্থী নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে এ তালিকায় নির্বাচন করা হয়। ন্যান্সি গিবস বলেন ঋণ সঙ্কটে জোরালো ভূমিকা ও সীমান্ত খুলে দিয়ে তিনি ব্যাপক আলোচনা-সমালোচনার শিকার হন। এতে কঠিন সময় পার করতে হয়েছে তাকে। অবশ্য এ বছর বিশ্বের সব নেতাই কঠিন সময় পার করেছেন, তবে মেরকেলের মতো কঠিন পরীক্ষা কাউকে দিতে হয়নি। মেরকেল জন্মগ্রহণ করেন ১৯৫৪ সালের ১৭ জুলাই। তার জন্মস্থান জার্মানির হ্যামবার্গ। তার বাবা-মা ছিলেন হর্স্ট ক্যাসনার ও হার্লিন্ড ক্যাসনার। মেরকেলের শারীরিক উচ্চতা ১.৬৫ মি.। ১৯৭৭ সালে তিনি পদার্থবিজ্ঞানের ছাত্র উলরিক মেরকেলকে বিয়ে করেন। শেষ পর্যন্ত এ বিয়ে বেশিদিন টেকেনি। -টাইম ম্যাগাজিন
×