ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাশিয়ার সঙ্গে মতভেদ দূর করতে মস্কো সফরে কেরি

প্রকাশিত: ০৬:১২, ১৬ ডিসেম্বর ২০১৫

রাশিয়ার সঙ্গে মতভেদ দূর করতে মস্কো সফরে কেরি

সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে রাশিয়ার সঙ্গে মতপার্থক্য দূর করার লক্ষ্যে মস্কো সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন। খবর বিবিসির। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দেশটির গৃহযুদ্ধ অবসানে রাজনৈতিক প্রক্রিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভূমিকা কী হবে, তা নিয়ে বড় ধরনের মতপার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র চায় প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করুক আসাদ। অন্যদিকে রাশিয়া বলছে, আসাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে শুধুই সিরিয়ার জনগণ। কেরির সঙ্গে আলোচনার আগে ল্যাভরভ যুক্তরাষ্ট্রের নীতিকে আক্রমণ করে বলেন, ওয়াশিংটন সন্ত্রাসীদের বিভক্ত করে ভাল ও খারাপ হিসেবে চিহ্নিত করছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া, উভয় দেশই সিরিয়ায় বিমান হামলা পরিচালনা করছে। ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানগুলোতে বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করেছে রাশিয়া। কিন্তু যুক্তরাষ্ট্রের অভিযোগ, মিত্র প্রেসিডেন্ট আসাদকে রক্ষার জন্য রাশিয়া মধ্যপন্থী বিদ্রোহীদের ওপরও হামলা চালাচ্ছে। এয়ার ক্লিনিং ফি ‘বিশুদ্ধ বাতাস’ সেবা দেয়ার জন্য কাস্টমারদের কাছ থেকে ফি আদায় করছে চীনের একটি রেস্তরাঁ। ঘটনাটি ঘটেছে পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে ঝ্যাংগিয়াগাং শহরের একটি রেস্তরাঁয়। এ থেকে অনুমান করা যায় শিল্পায়নের ফলে দেশটিতে বায়ুদূষণের মাত্রা কোথায় পৌঁছেছে। স্থানীয় পৌর কর্তৃপক্ষ অবশ্য বলেছে, বিশুদ্ধ বাতাস বাণিজ্যিক পণ্য নয় যে এর জন্য চার্জ ধার্য করতে হবে। Ñবিবিসি এক চার্জে ১৫ দিন চীনের মোবাইল ফোন প্রস্তুতকারী কোম্পানি আউকিটেল জানিয়েছে, তারা কে টেন থাউজেন্ড মডেলের যে ফোনটি এনেছে সেটি এক চার্জে ১৫ দিন চলবে। এতে ব্যবহৃত হয়েছে ‘রিভার্স চার্র্জিং’ প্রযুক্তি যা চার্জকে দীর্ঘায়িত নয় বরং ক্ষয়ে চার্জ বিপরীত দিকে দিয়ে পুনরায় চার্জের কাজটি করে দেবে। বাজারে প্রচলিত যে কোন মোবাইল বা ট্যাবের চেয়ে এর ব্যাটারি বেশি সময় সার্ভিস দেবে। এর দাম ২৩৯ ডলার (বাংলাদেশী ১৮ হাজার টাকার মতো)। Ñস্কাই নিউজ অনলাইন
×