ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাঁশখালীতে প্রার্থীদের ঘুম হারাম

প্রকাশিত: ০৬:৫২, ১৬ ডিসেম্বর ২০১৫

বাঁশখালীতে প্রার্থীদের  ঘুম হারাম

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ১৫ ডিসেম্বর ॥ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে প্রার্থীরা পুরোদমে প্রচারে নেমেছে। প্রতীক পাওয়ার পর দলীয় নেতাকর্মীরা মার্কাসংবলিত পোস্টার ও ফেস্টুন লাগাতে ব্যস্ত। তাছাড়া গ্রাম-পাড়া-মহল্লায় গভীর রাত পর্যন্ত প্রার্থীরা প্রচার ও গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েছে। মেয়রপ্রার্থীর পাশাপাশি সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলররাও তাদের স্ব স্ব ওয়ার্ড চষে বেড়াচ্ছে। পৌর নির্বাচনকে ঘিরে বিএনপিদলীয় নেতাকর্মীর বিশাল অংশ প্রকাশ্য মাঠে না থাকলেও গোপনে ও কৌশলে তাদের নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে। অপরদিকে আওয়ামী লীগের দীর্ঘদিনের দলীয় কোন্দল ও মতভেদ ভুলে সকল নেতাকর্মী তাদের প্রার্থী শেখ সেলিমুল হক চৌধুরীর পক্ষে রাতদিন প্রচারণা চালিয়ে যাচ্ছে। গ্রাম-পাড়া-মহল্লা ও ওয়ার্ড কমিটি করে নির্বাচন পরিচালনা করছে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের কর্মীরা। সব মিলিয়ে পৌরসভার সর্বত্র এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। তফসিল ঘোষণার পর নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরী। অপরদিকে বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পেয়েছেন সাবেক প্রশাসক ও মেয়র কামরুল ইসলাম হোছাইনী। দু’জনই জয়ের ব্যাপারে এদিকে দুই মেয়রপ্রার্থী এখন পুরোদমে প্রচারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নেমে পড়েছে মাঠে।
×