ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্বাস্থ্যসেবায় গাফিলতি সহ্য করা হবে না ॥ নাসিম

প্রকাশিত: ০৬:৫৩, ১৬ ডিসেম্বর ২০১৫

স্বাস্থ্যসেবায় গাফিলতি  সহ্য করা হবে না ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রোগীদের সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণের স্বাস্থ্যসেবায় চিকিৎসক এবং নার্সদের কোন গাফিলতি সহ্য করা হবে না। তিনি আড়াই শ’ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের ৫তলা সম্প্রসারিত ভবনের নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। মঙ্গলবার বিকেলে তিনি সিরাজগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে চিকিৎসকদের সঙ্গে এক সভায় মিলিত হয়ে এই নির্দেশ দেন। এ সময় জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিজয় কুমার ম-ল, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দেবপদ রায় আরএমও ডাঃ এম আকরামুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, দলের সিনিয়র নেতা সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য্য, বিমল কুমার দাস ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী আড়াই শ’ শয্যা বিশিষ্ট সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জনবল এবং চিকিৎসা সামগ্রী সরবরাহের বিষয়টি অবহিত হন এবং দ্রুত তা সমাধানের নির্দেশ দেন। তিনি জনগণ যেন কোন বিড়ম্বনা ছাড়াই সেবা পেতে পারে তা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের নির্দেশ দেন। নারায়ণগঞ্জে শ্রাবণীর
×