ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আত্মহত্যা ॥ দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:৫৩, ১৬ ডিসেম্বর ২০১৫

আত্মহত্যা ॥ দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, ১৫ ডিসেম্বর ॥ গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী উম্মে হাবিবা শ্রাবণী আত্মহত্যায় প্ররোচনা করার অভিযোগে একই বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। শ্রাবণীর বাবা হাবিবুল্লাহ বাদী হয়ে শিক্ষক কামরুল হাসান মুন্না ও নাসরিন আক্তারকে অভিযুক্ত করে সোমবার গভীর রাতে এ মামলা দায়ের করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর পদার্থ বিদ্যা পরীক্ষা চলাকালে নকল করার অভিযোগ এনে একই শ্রেণীর ছাত্রী উম্মে হাবিবা শ্রাবণীকে মারধর ও অপমান করে স্কুলের সহকারী শিক্ষক কামরুল হাসান মুন্না ও সহকারী শিক্ষক নাসরিন আক্তার। পরে তাকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়। এই ঘটনায় ওই স্কুলছাত্রী বাড়ি ফিরে দুপুরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
×