ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজয় দিবসের প্রথম প্রহরে উড়ল ফানুস ঢাবিতে

প্রকাশিত: ০৮:৪২, ১৬ ডিসেম্বর ২০১৫

বিজয় দিবসের  প্রথম প্রহরে উড়ল  ফানুস ঢাবিতে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ আতশবাজি, ফানুস উড়িয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে শুরু হয় বিজয় দিবসের প্রথম প্রহর। মঙ্গলবার রাত বারোটা বাজার সঙ্গে সঙ্গে সবাইকে বিজয়ের শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিজয় দিবস উদযাপন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আবাসিক হল এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পৃথক-পৃথক কর্মসূচী ঘোষণা করেছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, কলা ভবন, টিএসসিসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহ সাজানো হয়েছে অপরূপ সাজে। বিজয় দিবস উদযাপন করতে গত ১৪ তারিখ থেকে বিভিন্ন কর্মসূচী ঘোষণা করে টিএসসিকেন্দ্রিক সামাজিক ও সংস্কৃতিক সংগঠনগুলো। এর অংশ হিসেবে বিকেলে ‘রক্তে রাঙা বিজয় আমার’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে বিভিন্ন খ্যাতনামা ব্যান্ডদল। বিজয়ের বিভিন্ন ঘটনাসমূহ নিয়ে ‘রোড টু দি ইনডিপেনডেন্স’ শীর্ষক চিত্র প্রদর্শনীর আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। আজ বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে গান গাইবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী নগর বাউল জেমস্ ও মিলা।
×