ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আজ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৬৮তম জন্মবার্ষিকী

প্রকাশিত: ১৮:১৬, ১৬ ডিসেম্বর ২০১৫

আজ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের ৬৮তম জন্মবার্ষিকী

অনলাইন রির্পোটার ॥ আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। এ দিন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালেরও জন্মদিন। ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর ভোলার দৌলতখান উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। আজ তাঁর ৬৮তম জন্মবার্ষিকী। মুক্তিযুদ্ধে মহান ত্যাগ ও বীরত্বের জন্য বীরশ্রেষ্ঠের মর্যাদা পেয়েছেন মোস্তফা কামাল। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ৭ শহীদকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়। ভোলার মোস্তফা তাদেরই একজন। মোস্তফা কামালের মা মালেকা বেগম বলেন, ‘আমার ছেলের সাহস ও ত্যাগ নিয়ে আমি গর্ব করি। আমি এমন এক ছেলেকে গর্ভে ধরেছি যে অনেক আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কিন্তু আজও তাকে এ দেশের মানুষ ভোলেনি।’ তিনি আরও বলেন, ‘মোস্তফা দেশের জন্য হাসিমুখে তার জীবন দিয়েছে। এ দেশের মানুষ কোনো দিন তাকে ভুলবে না।’ বর্তমানে ভোলা সদরের আলীনগর ইউনিয়নের মৌটুপী গ্রামে বাস করেন মোস্তফা কামালের বৃদ্ধা মাসহ পরিবারের অন্য সদস্যরা।
×