ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘ভাগের মানুষ’ পরিবেশিত হবে সাংসদ নাট্য উৎসবে

প্রকাশিত: ১৮:১৭, ১৬ ডিসেম্বর ২০১৫

‘ভাগের মানুষ’ পরিবেশিত হবে সাংসদ নাট্য উৎসবে

অনলাইন রির্পোটার ॥ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পরিকল্পনা ও আয়োজনে সংসদ সদস্য ডা. এনামুর রহমানের উদ্যোগে সাভারের এনাম মেডিকেল কলেজ মিলয়নায়তনে ১৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী ‘সাংসদ নাট্যোৎসব’। এই উৎসবে আগামী শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নাটক ‘ভাগের মানুষ’ পরিবেশন করবে ‘সময় নাট্যদল’। পাকিস্তানের লেখক সা’দত হাসান মান্টো’র ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের। এটি ‘সময়’ এর ২৬তম প্রযোজনা। ১৯৯৭ সাল থেকে এখন পর্যন্ত নাটকটির ১৬৭টি প্রদর্শনী হয়েছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- পাভেল ইসলাম, আকতারুজ্জামান, রেজাউর রহমান রিজন, রিয়াজ মাহমুদ জুয়েল, ফখরুল ইসলাম মিঠু, মানসুরা রশীদ লাভলী, নাহিদ আহমেদ বিপ্লব, তোফায়েল সরকার, সুনিতা বড়ুয়া, মাকসুদুল বারী টিপু, দাউদ, আনোয়ার, মৌসুমী, মাসুম প্রমূখ।
×