ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন এখন সময়ের দাবি

প্রকাশিত: ১৮:১৯, ১৬ ডিসেম্বর ২০১৫

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন এখন সময়ের দাবি

অনলাইন রির্পোটার ॥ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরে ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক। ঠিক একই দাবি জানিয়েছে সেক্টর কমান্ডার ফোরামও। জাতীয় স্মৃতিসৌধে বুধবার সকালে মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকাল এ কথা জানান ঢাবি ভিসি এবং সেক্টর কমান্ডার ফোরামের পক্ষে ভাইস চেয়ারম্যান আবু ওসমান চৌধুরী। আবু ওসমান চৌধুরী বলেন, ‘যখন সাকা-মুজাহিদকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো এবং পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে ও আন্তর্জাতিকভাবে মিথ্যাচার শুরু করল তখন তাদের চেহারা উন্মুক্ত হয়ে গেলে। তাই তাদের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্কই থাকতে পারে না। ইতোমধ্যে আমরা সেক্টর কামান্ডারস ফোরামের পক্ষ থেকে তাদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছি। এখন এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণার অপেক্ষায় রয়েছে।’
×