ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ, আটক ৫

প্রকাশিত: ১৮:২৪, ১৬ ডিসেম্বর ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত গুলিবিদ্ধ, আটক ৫

অনলাইন রির্পোটার ॥ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে খোরশেদ মিয়া নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। খোরশেদসহ পাঁচ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, উপ-পরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার ও কনস্টেবল কামাল উদ্দিন আহত হয়েছেন। আজ বুধবার (১৬ ডিসেম্বর) ভোর পৌনে ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ খোরশেদ মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক বাকি চারজন হলেন-শানু মিয়া, বিল্লাল, সাত্তার ও বাহার। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, ভোরের দিকে একটি পিকনিকের বাসে ডাকাতির উদ্দেশে বিরাসার এলাকায় রাস্তায় ব্যারিকেড দেয় ডাকাতরা। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
×