ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশিত: ২৩:২১, ১৬ ডিসেম্বর ২০১৫

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের আনুষ্ঠানিক উদ্বোধন

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশে মোবাইল ফোনের সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এর ফলে গ্রাহকরা এখন থেকে আর আঙুলের ছাপ ছাড়া নতুন সিম কিনতে পারবেন না। বুধবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কার্যালয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে, পরীক্ষামূলকভাবে এ পদ্ধতিতে নিবন্ধন শুরু হয়েছে গত ১ নভেম্বর। এই সময়ে পদ্ধতিগত সমস্যাগুলোর সমাধান করা হয়েছে বলেও জানান তারানা। তিনি বলেন, সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি উদ্বোধনের মাধ্যমে আমরা ডিজিটাল পরিচয়ের পথে যাত্রা শুরু করলাম। বৃহস্পতিবার থেকে নতুন গ্রাহকদের সিম কেনার সময় সবাইকে আঙুলের ছাপ দিতে হবে। পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতিতে পুরনো সিমের পুনঃনিবন্ধন চলবে এবং আগামী এপ্রিল মাসের মধ্যে তা শেষ করতে হবে বলে প্রতিমন্ত্রী জানান। বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকসহ মোট ছয়টি অপারেটর রয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র হিসাবে গত অক্টোবর শেষ নাগাদ দেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ছাড়িয়েছে।
×