ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্লক মার্কেটে ৪ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ২৩:৫৩, ১৬ ডিসেম্বর ২০১৫

ব্লক মার্কেটে ৪ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে মঙ্গলবারে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫ কোম্পানির মোট ৬ লাখ ৪৮ হাজার শেয়ার ৫ বার লেনদেন হয়েছে। যার বাজার দর ৪ কোটি ৫০ লাখ ৭৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য পাওয়া যায়। ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো হলো : এসিআই ফর্মূলেশন, অগ্নি সিস্টেমস, বার্জার পেইন্টস, ব্র্যাক ব্যাংক এবং ইস্টর্ন হাউজিং। মঙ্গলবার ব্লক মার্কেটে এসিআই ফর্মূলেশনের ২০ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৩৬ লাখ ৬০ হাজার টাকা। এইদিন কোম্পানিটির শেয়ার দর ১৮৩ টাকায় অপরিবর্তীত ছিল। অগ্নি সিস্টেমসের ৫০ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১১ লাখ ৬৫ হাজার টাকা। এইদিন কোম্পানিটির শেয়ার দর ২৩.৩০ টাকায় অপরিবর্তীত ছিল। বার্জার পেইন্টসের ৮ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা। এইদিন কোম্পানিটির শেয়ার দর ১ হাজার ৮৮০ টাকায় অপরিবর্তীত ছিল। ব্র্যাক ব্যাংকের ৫ লাখ শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ২ কোটি ২৬ লাখ টাকা। এইদিন কোম্পানিটির শেয়ার দর ৪৫.২০ টাকায় অপরিবর্তীত ছিল। ইস্টার্ন হাউজিংয়ের ৭০ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ২৬ লাখ ১১ হাজার টাকা। একই দিনে কোম্পানিটির শেয়ার দর ৩৭.৩০ টাকায় অপরিবর্তীত ছল।
×