ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাফ ফুটবল প্রস্তুতি ম্যাচ ॥ বাংলাদেশ-নেপাল দুই দলের ভাবনাতেই জয়

প্রকাশিত: ০৪:২৪, ১৬ ডিসেম্বর ২০১৫

সাফ ফুটবল প্রস্তুতি ম্যাচ ॥ বাংলাদেশ-নেপাল দুই দলের ভাবনাতেই জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আমরা অনুশীলন শুরু করেছি গত মাসের ২৯ তারিখ। এর মধ্যে ১৭ দিন পেয়েছি। আমাদের মূল লক্ষ্য সাফ চ্যাম্পিয়নশিপ। এই ১৭ দিনের ট্রেনিংয়ে যে স্টাইল প্রতিষ্ঠা করতে চেয়েছি, তার কতটা উন্নতি হয়েছে, সেটারই একটা পরীক্ষা হবে নেপাল দলের বিপক্ষে, আগামীকালের ম্যাচে (বৃহস্পতিবার)। এখানে জয় বা হার বড় কথা না।’ কথাগুলো মারুফুল হকের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বুধবার নেপালের সঙ্গে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই বলেন বাংলাদেশ জাতীয় দলের নতুন হেড কোচ। তবে সশরীরে নয়, অডিও কনফারেন্সের মাধ্যমে! সাভারের জিরানির বিকেএসপিতে চলছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন। সেখান থেকে ঢাকা-ঢাকায় আসতে যেতে ট্রাফিক জ্যামের কারণে সময় নষ্ট হবে। এছাড়া প্রি-ম্যাচ কনফারেন্সে যোগ দিলে বিকেলের অনুশীলনে খেলোয়াড়রা কোচকে পাবে না, ফলে তাদের অনুশীলনে ব্যাঘাত ঘটবে, তাই মারুফুল ঢাকায় আসেননি এএকই কারণে ঢাকায় সংবাদ সম্মেলনে আসেননি অধিনায়ক মামুনুল ইসলামও, তবে ‘বিকল্প’ ব্যবস্থা হিসেবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মোবাইল ফোনের মাধ্যমে।
×