ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাওয়ের চিঠি

প্রকাশিত: ০৬:১৬, ১৭ ডিসেম্বর ২০১৫

মাওয়ের চিঠি

চীনের কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুংয়ের একটি চিঠি লন্ডনে নিলামে ৯ লাখ ১৮ হাজার মার্কিন ডলারে (৬ লাখ ৫ হাজার পাউন্ড) বিক্রি হয়েছে। চীনা নেতা ১৯৩৭ সালে ব্রিটেনের লেবার পার্টির নেতা ক্লেমেন্ট এ্যাটলিকে চিঠিটি লেখেন। চিঠিতে তিনি চীনে জাপানের আগ্রাসন ঠেকাতে ব্রিটেনের বাস্তবসম্মত সহযোগিতা চেয়েছিলেন। প্রখ্যাত নিলাম হাউস সোথবি বলছে, ঐতিহাসিক এ বিরল চিঠিতে মাও সেতুংয়ের সই রয়েছে। মাওয়ের সই করা এটি দ্বিতীয় কোন নথি যা আন্তর্জাতিক নিলামে উঠল। -বিবিসি
×