ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কড়ই-কাদিপুর গণহত্যার হোতা রহিম গ্রেফতার

প্রকাশিত: ০৬:২২, ১৭ ডিসেম্বর ২০১৫

কড়ই-কাদিপুর  গণহত্যার হোতা রহিম গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৬ ডিসেম্বর ॥ শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় দিবসের শ্রদ্ধার্ঘ নিবেদনের পরই একদল পুলিশ পুলিশ সুপারের নির্দেশনায় কড়ই কাদিপুর গ্রামের চকপাড়া ঘিরে ফেলে ১৯৭১ সালের নৃশংস গণহত্যার অন্যতম হোতা আব্দুর রহিম ওরফে রহিম রাজাকারকে (৭০) গ্রেফতার করেছে। আব্দুর রহিমের বিরুদ্ধে গণহত্যার অভিযোগই শুধু নয় ২০১৫ সালে নাশকতার অভিযোগেও মামলা রয়েছে। ১৯৭১ সালের ২৬ এপ্রিল কুখ্যাত রহিম রাজাকারসহ কতিপয় রাজাকার আলবদরের দেখানো পথ দিয়ে পাকিস্তানী সৈন্যরা পাল সম্প্রদায় অধ্যুষিত কড়ই এবং কাদিপুর গ্রামে প্রবেশ করে। এরপর এ দুটি গ্রামের পুরুষদের ধরে এনে লাইন করিয়ে হত্যা করে।
×