ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইসলাম ও নৈতিক শিক্ষা

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:২৪, ১৭ ডিসেম্বর ২০১৫

নবম শ্রেণির পড়াশোনা

১. হযরত উমর (রা) রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ কাদের সঙ্গে পরামর্শ করে সম্পাদন করতেন? ক) মন্ত্রীবর্গের খ) বন্ধুদের গ) সাহাবিগণের ঘ) বিচারকগণের ২. কোথায় প্রথম কুরআন নাযিল হয়? ক) ওহুদ পাহাড়ে খ) কাবাগৃহে গ) হেরাগুহায় ঘ) বাইতুল মুকাদ্দাসে ৩. কবির দশম শ্রেণির ছাত্র। মাঝে মাঝে তার মনের মধ্যে নানা ধরনের কুচিন্তা আসে। সে প্রচ-ভাবে কুচিন্তাগুলোকে প্রতিহত করে। তার এ কুচিন্তা প্রতিহত করা- র. বৃহত্তর জিহাদ রর. জিহাদে সগির ররর. বাতেনি জিহাদ নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৪. কুরআন কার বাণী? ক) আল্লাহ তায়ালার খ) জিব্রাঈল (আ) - এর গ) মুহাম্মদ (স) - এর ঘ) সাহাবাদের (রা) - এর ৫. মিতব্যয়ী ব্যক্তি কার নিয়ামতের যথাযথ ব্যবহার করে? ক) আল্লাহর খ) রাসুল (স) এর গ) পিতামাতার ঘ) নিজের ৬. জীবনের শ্রেষ্ঠ সম্পদ ও মৌলিক মানবীয় গুণ কোনটি? ক) অর্থসম্পদ খ) আখলাক গ) সময় ঘ) বিদ্যা ৭. প্রত্যেক ধনী মুসলমানকে জীবনে একবার হজ করতে হবে- র. শরিয়তের বিধান অনুসারণ করার জন্য রর. আল্লাহর নির্দেশ পালনের জন্য ররর. বায়তুল্লাহ যিয়ারতের জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৮. ভিন্ন ভিন্ন রীতিতে কুরআন পাঠে কাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়? ক) আরবদের খ) অনারবদের গ) হিজাজিদের ঘ) মিসরীয়দের ৯. প্রতারণা দ্বারা অর্জিত জীবিকা কিরূপ হয়? ক) হারাম খ) মাকরুহ গ) মোবাহ ঘ) হালাল ১০. কিয়ামতের বিভীষিকা এবং জান্নাতের অনুপম শান্তি ও জাহান্নামের শাস্তির বর্ণনা প্রাধান্য লাভ করেছে কিসে? ক) মাক্কি সূরায় খ) মাদানি সূরায় গ) ইজমায় ঘ) কিয়াসে ১১. শিশু বয়স থেকে হযরত আলি (রা) কার সঙ্গে লালিত-পালিত হন? ক) হযরত আবু বকর (রা) খ) হযরত যায়িদ বিন সাবিত (রা) গ) হযরত মুহাম্মদ (স) ঘ) হযরত আনাস (রা) ১২. “হে মানবমন্ডলী! মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক শরসমূহ ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। অতএব এগুলো বর্জন কর।”-আয়াতটি কোন সূরার আয়াত? ক) সূরা মুমিন খ) সূরা আর রাহমান গ) সূরা মায়িদাহ ঘ) সূরা আল-আনফাল ১৩. “যখন কোন লোক কথা বলে প্রস্থান করে, তখন সে কথাও এক প্রকার আমানতস্বরূপ।” কোন গ্রন্থে রয়েছে? ক) রিপাবলিক খ) বাইবেল গ) আবু দাউদ ঘ) নাসাই ১৪. “শৃঙ্খলাপূর্ণ পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না।” কথাটি কোন সূরায় বর্ণিত? ক) সূরা নাহল খ) সূরা আ’রাফ গ) সূরা বাকারা ঘ) সূরা মরিয়ম ১৫. আখলাক বলতে কী বোঝায়? ক) সচ্চরিত্র খ) দুশ্চরিত্র গ) আখলাকে হামীদাহ ঘ) সচ্চরিত্র ও দুশ্চরিত্র দুটোই ১৬. কোন বিশ্বাস মানুষকে দায়িত্বশীল ও সৎকর্মশীল- করে তোলে? ক) রিসালাতে বিশ্বাস খ) আল্লাহতে বিশ্বাস গ) কালিমায় বিশ্বাস ঘ) আখিরাতে বিশ্বাস ১৭. ছাত্র তার শিক্ষক থেকে কীসের উত্তরাধিকারী হয়? ক) সম্পদের খ) জ্ঞানের গ) চাকরির ঘ) অর্থের ১৮. ইসলামি শরিয়তের প্রথম পরিভাষা কয়টি? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ১৯. যাকাত না দেওয়া কাদের কাজ? ক) মুশরিকের খ) কাফিরের গ) মুমিনের ঘ) মুনাফিকের ২০. আল্লাহ বলেন, “অতএব হে জ্ঞানিগণ! তোমরা উপদেশ গ্রহণ কর।” এ আয়াত দ্বারা আল্লাহ তায়ালা কিসের প্রতি ইঙ্গিত দিয়েছেন? ক) ‘সুন্নাহর খ) ইজমার গ) কিয়াসের ঘ) ইলমে শরিয়তের ২১. কোন ইবাদত মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে? ক) ইমান খ) সালাত গ) যাকাত ঘ) হজ ২২. ইসলামের বিধিবিধান কেমন? ক) জাতিগত খ) সার্বজনীন ও সর্বকালীন গ) প্রাচীন ঘ) আধুনিক ২৩. আল্লাহর সত্তা, গুণাবলি ও ক্ষমতার ধারণা প্রদান করে? ক) আসমানি কিতাব খ) রাজীতি বিজ্ঞান গ) জীববিজ্ঞান ঘ) সমাজবিজ্ঞান ২৪. ‘শাফায়াত’ শব্দের অর্থ কী? ক) সুপারিশ করা খ) হিসাব নেওয়া গ) অনুগ্রহ করা ঘ) কামনা করা ২৫. ইমানের বিপরীত কী? ক) শিরক খ) কুফর গ) কাফির ঘ) মুশরিক ২৬. কাগজের ওপর গ্রন্থাকারে লিপিবদ্ধ কুরআন সর্বপ্রথম কার তত্ত্বাবধানে রাখা হয়? ক) উসমান (রা) এর খ) আবু বকর (রা) এর গ) যায়িদ ইবন সাবিত (রা) এর ঘ) বিবি হাফসা (রা) এর ২৭. ন্যায়পরায়ণ শাসক হিসেবে হযরত উমর কোনটি নিশ্চিত করেছিলেন? ক) জবাবদিহিতা খ) জনগণের অধিকার উপভোগ গ) রাজপথে নির্বিঘেœ চলাচল ঘ) রাজনৈতিক ঐক্য ২৮. ইসলামের সেতুবন্ধন হিসেবে কাজ করে কোনটি? ক) যাকাত খ) সাওম গ) হজ ঘ) সালাত ২৯. ভুল কুরআন তিলাওয়াত করলে কী হয়? ক) নেকি কম হয় খ) গুনাহ হয় গ) কোনো নেকি হয় না ঘ) গুনাহ হয় না ৩০. কুরআন মজিদের প্রথম বাণী কোনটি? ক) দেখ খ) বল গ) পড় ঘ) চিন্তা কর ৩১. আমানতের খিয়ানতের ইসলামি বিধান কী? ক) হালাল খ) হারাম গ) সুবাহ ঘ) মাক্রুহ ৩২. তৎকালীন আরবের অধিকাংশ লোকের জীবিকা ছিল- ক) ব্যবসায় খ) চাকরি গ) কৃষিকাজ ঘ) মেষচারণ ৩৩. ইসলামের চতুর্থ স্তম্ভ কোনটি? ক) সালাত খ) যাকাত গ) সাওম ঘ) হজ ৩৪. কাফির ব্যক্তি হতাশাগ্রস্ত থাকে কেন? ক) আল্লাহর প্রতি ভরসা নেই বলে খ) আল্লাহর প্রতি গভীর ভালোবাসার কারণে গ) মুসলমানদের ভয়ে ঘ) জাহান্নামের ভয়ে ৩৫. আল হিকমা শব্দের অর্থ কী? ক) সত্য খ) প্রজ্ঞা গ) অনুগ্রহ ঘ) নিরাময় ৩৬. আল্লাহ তায়ালার মনোনীত একমাত্র দীন বা জীবনব্যবস্থাকে বলা হয়- ক) শরিয়ত খ) ইসলাম গ) মারিফাত ঘ) তাসাউফ ৩৭. পরস্পরের সাহায্য সহানুভূতিকে কী বলা হয়? ক) হাক্কুল ইবাদ খ) হাক্কুল জার গ) হাক্কুল ওয়ালেদাইন ঘ) হাক্কুল্লাহ ৩৮. “দীনের ব্যাপারে কোন জবরদস্তি নেই” - এটি কোন সূরার অন্তর্গত? ক) বাকারা খ) আলে ইমরান গ) নিসা ঘ) আনফাল ৩৯. আল্লাহ তার রাসুল (স) কে অবসরে কী করতে বলেছেন? ক) বিশ্রাম করতে খ) দাওয়াত করতে গ) ইবাদত করতে ঘ) নিদ্রা যেতে ৪০. পৃথিবীর মানচিত্র তৈরি করেন কে? ক) উমর খৈয়াম খ) ইবনে সিনা গ) আল-মাসুদি ঘ) আলী তাবারি ৪১. মানবিক মূল্যবোধ ও ইমানের মধ্যে কিরূপ সম্পর্ক বিদ্যমান? ক) বিপরীতমুখী খ) সমমুখী গ) গভীর ঘ) পরস্পরবিরোধী ৪২. ‘হাক্কুল্লাহ’ অর্থ কী? ক) আল্লাহর হক খ) গরিব মানুষের হক গ) রাষ্ট্র প্রধানের হক ঘ) বান্দার হক ৪৩. ‘জিহাদ’ অর্থ কী? ক) সাধনা করা/প্রচেষ্টা খ) যুদ্ধ করা গ) জ্ঞানার্জন করা ঘ) বলপ্রয়োগ করা ৪৪. হজের ফরয কয়টি? ক) হজ শুরা করা খ) হজে রওনা করা গ) হজের আনুষ্ঠানিক নিয়ত করা ঘ) হজের কাপড় পরিধান করা ৪৫. যারা সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি গুণাবলির চর্চা করে তারা কেমন মানুষ? ক) সাহসী খ) মুমিন গ) ধৈর্যশীল ঘ) দয়ালু ৪৬. ইমান বিকাশ ঘটায়- ক) মনুষ্যত্বের খ) অর্থবিত্তের গ) চাহিদার ঘ) উপযোগের ৪৭. তাকওয়াবানকে কে ভালোবাসে? ক) ধনী ব্যক্তি খ) রাজনীতিবিদ গ) আল্লাহ ঘ) সমাজপতি ৪৮. বড়-ছোট-এর পার্থক্য সৃষ্টি হয় কিসের মাধ্যমে? ক) কুফর খ) শিরক গ) নিফাক ঘ) খিয়ানত উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: * “আমার এক হাতে সূর্য ও অন্য হাতে চাঁদ এনে দিলেও আমি এ সত্য প্রচার থেকে বিরত হব না।” ৪৯. হযরত উমর (রা) রাষ্ট্রের যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ কাদের সঙ্গে পরামর্শ করে সম্পাদন করতেন? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৫০. কোথায় প্রথম কুরআন নাযিল হয়? ক) হতাশ হয়েছে খ) অনুপ্রাণিত হয়েছে গ) উদ্বুদ্ধ হয়েছে ঘ) শক্তিশালী হয়েছে সঠিক উত্তর: ১. (গ) ২. (গ) ৩. (খ) ৪. (ক) ৫. (ক) ৬. (খ) ৭. (ক) ৮. (খ) ৯. (ক) ১০. (ক) ১১. (গ) ১২. (গ) ১৩. (গ) ১৪. (খ) ১৫. (ঘ) ১৬. (ঘ) ১৭. (খ) ১৮. (গ) ১৯. (ক) ২০. (গ) ২১. (খ) ২২. (খ) ২৩. (ক) ২৪. (ক) ২৫. (খ) ২৬. (খ) ২৭. (ক) ২৮. (ক) ২৯. (খ) ৩০. (গ) ৩১. (খ) ৩২. (ক) ৩৩. (গ) ৩৪. (ক) ৩৫. (খ) ৩৬. (খ) ৩৭. (ক) ৩৮. (ক) ৩৯. (গ) ৪০. (গ) ৪১. (গ) ৪২. (ক) ৪৩. (ক) ৪৪. (গ) ৪৫. (খ) ৪৬. (ক) ৪৭. (গ) ৪৮. (খ) ৪৯. (গ) ৫০. (গ)
×