ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইপিএল ॥ ধোনির মূল্য সাড়ে ১৬ কোটি টাকা

প্রকাশিত: ০৬:৩৬, ১৭ ডিসেম্বর ২০১৫

আইপিএল ॥ ধোনির মূল্য সাড়ে ১৬ কোটি টাকা

স্পোর্টস রিপোর্টার ॥ মাঠে সময়টা ভাল যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনির। তাতে অবশ্য বাজারমূল্য এতটুকু কমেনি ভারতের রঙিন পোশাকের অধিনায়কের। আইপিএলের প্রাথমিক নিলামে (নতুন দু’দলের জন্য) ‘ক্যাপ্টেন কুল’কে সাড়ে ১২ কোটি ইন্ডিয়ান রুপী বা সাড়ে ১৬ কোটি টাকায় তাকে দলে ভিড়িয়েছে নিউ রাইজিংয়ের মালিকানাধীন নতুন ক্লাব পুনে। এতদিন ধোনির চেন্নাই সুপার কিংস সতীর্থ সুরেশ রায়ানার জন্যেও সমান অর্থ খরচ করেছে আরেক নতুন দল রাজকোট। উল্লেখ্য, আইপিএলের ২০১৩ আসরে ফিক্সিংয়ে জড়ানোয় দুই মৌসুমের জন্য নিষিদ্ধ হয় ধোনির চেন্নাই ও অজিঙ্কা রাহানের রাজস্থান রয়্যালস। তার পরিবর্তে ২০১৬ আইপিএলে অন্তর্ভুক্ত হয় পুনে ও রাজকোট। নিয়ম অনুযায়ী, নতুন দল দুটির ক্ষেত্রে সবচেয়ে সফল বিড করায় পুনেই খেলোয়াড় নির্বাচনের সুযোগ পায়। তাতে সদ্য বিলুপ্ত দুবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনিকে বেছে নিতে এতটুকু বিলম্ব করেনি তারা। দ্বিতীয়তে সুযোগ পেয়ে রাজকোট বেছে নিয়েছে আরেক ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়নাকে। মজার বিষয়, এর আগের প্রতি আইপিএলেই দুইজন একসঙ্গে খেলেছেন চেন্নাইয়ের হয়ে। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে বাকি যে ৩ জনের ভাগ্য নির্ধারিত হয়েছে, তারা প্রত্যেকেই সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজে বেশ ভাল পারফর্ম করেন। সিরিজে ভারতের জয়ের মূল ভরসা দুই স্পিনারের মধ্যে রবীন্দ্র জাদেজা গেছেন রাজকোটে, আর রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েছে পুনে। দিল্লীতে শেষ টেস্টে জোড়া সেঞ্চুরি করা অজিঙ্কা রাহানেকেও বেছে নিয়েছে পুনে। আর বিদেশী খেলোয়াড়দের মধ্যে আগে সুযোগ পেয়ে রাজকোট বেছে নিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলামকে। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথকে ভিড়িয়েছে পুনে। খেলোয়াড় ক্রয়ের জন্য নতুন দুই দল ৩৯ কোটি ভারতীয় রুপী ব্যয় করেছে। এর মধ্যে রাহানে ও জাদেজার দাম সাড়ে ৯ কোটি রুপী। অশ্বিন ও ম্যাককুলাম পেয়েছেন সাড়ে ৭ কোটি রুপী করে। স্মিথের দাম ৫ কোটি রুপী। গত সপ্তাহে ২০১৬-১৭ মৌসুমের জন্য আইপিএলে দুটি নতুন দলের নাম ঘোষণা করে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চেন্নাই ও রাজস্থান রয়্যালসের পরিবর্তে সেই জায়গায় খেলবে পুনে ও রাজকোট। ১৬ কোটি রুপী দিয়ে নিউ রাইজিং পুনেকে কিনে নেন স্থানীয় ব্যবসায়ী সঞ্জীব গোয়েন। অন্যদিকে রাজকোটকে ১০ কোটির বিনিময়ে কেনে ইনটেক্স গ্রুপ। টি২০ বিশ্বকাপের পর আগামী ৮ এপ্রিল শুরু হবে আইপিএলের নবম আসর।
×