ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেত্রীর চরিত্রে মৌসুমী

প্রকাশিত: ০৮:১১, ১৭ ডিসেম্বর ২০১৫

নেত্রীর চরিত্রে মৌসুমী

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী মৌসুমী। ১৯৯৩ সালে প্রথম চলচ্চিত্র ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির পর থেকেই গ্ল্যামার্স এবং অভিনয় গুণে আলোচনায় আসেন মৌসুমী। এরপর অনেক নান্দনিক চলচ্চিত্র উপহার দিয়েছেন। পরিচালনাতেও সফল মৌসুমী। বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন। দেশের নন্দিত এই অভিনেত্রী ‘লিডার’ নামে একটি চলচ্চিত্রে নেত্রীর চরিত্রে অভিনয় করছেন। চলচ্চিত্রটি পরিচলানা করছেন তরুণ পরিচালক দিলশাদুল হক শিমুল। এ চলচ্চিত্রের প্রথম গানের ভিডিও সম্প্রতি মুক্তি পেয়েছে ইউটিউবে। গানের নাম ‘বঙ্গন্ধু হও আবার’। গানটি লিখেছেন ও গেয়েছেন পরিচালক দিলশাদুল হক শিমুল। সঙ্গীতায়োজন করেছেন জীবন বিশ্বাস। গানের ভিডিওতে দেখা যায় ক’দিন পরই নির্বাচন। তাই জনসংযোগে সময় দিতে হচ্ছে মৌসুমীকে। জনপদে ঘুরছেন দলবল নিয়ে। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন চিত্রনায়িকা মৌসুমী। ৩ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওচিত্রে রাজনীতিবিদ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। চলচ্চিত্রে দেখা যাবে, প্রতিপক্ষের ঘাত-প্রতিঘাত আর প্রতিহিংসাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন মৌসুমী। এতে তার চরিত্রের নাম শিউলি আক্তার নাদিয়া। তার প্রতীক কবুতর। নতুন চলচ্চিত্রে নতুন চরিত্রে অভিনয় করতে পেরে মৌসুমীও উচ্ছ্বসিত। মৌসুমীর পাশাপাশি চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন ওমর সানী, ফেরদৌস, মতিন রহমান, আহমদে শরীফ, সোহলে খান প্রমুখ। নতুন বছরের শুরুর দিকে মুক্তি পাবে চলচ্চিত্র ‘লিডার’। চলচ্চিত্রটি প্রসঙ্গে মৌসুমী বলেছেন, চরিত্রটির সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারবও বলে মনে হয়েছে। পাশাপাশি নতুনভাবে দর্শকের সামনে হাজির হতে পারছি। এই চলচ্চিত্রের মাধ্যমে দিয়ে রাজনৈতিক গল্পের চলচ্চিত্রে নির্মাণে এগিয়ে আসবেন অনেকে। এতে চলচ্চিত্রের গল্পে বৈচিত্র্যও আসবে।
×