ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধভিত্তিক গেম হিরোজ অব ’৭১ এ বিপুল সাড়া

প্রকাশিত: ০৮:২২, ১৭ ডিসেম্বর ২০১৫

মুক্তিযুদ্ধভিত্তিক গেম হিরোজ অব ’৭১ এ বিপুল সাড়া

বিডিনিউজ ॥ ইন্টারনেটে মুক্তির প্রথম দিনই বাংলাদেশী কম্পিউটার গেমপ্রেমীদের বিপুল সাড়া পেয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক গেম ‘হিরোজ অব ’৭১’। গুগল প্লে­ স্টোর থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, মুক্তির প্রথম দিন থেকে এখন পর্যন্ত ৭ হাজার ২০৯ বার ডাউনলোড করা হয়েছে এই গেমটি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী ও পাক হানাদার বাহিনীর মধ্যকার যুদ্ধকে অবলম্বন করে গেমটি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান পোর্টব্লিস। গেমটি জনপ্রিয় হয়ে ওঠার কারণ হিসেবে কম্পিউটার গেমপ্রেমী আকিব হোসেন বলেন, নতুন গেম খেলার একটা আনন্দ তো আছেই, কিন্তু তারচেয়েও বেশি যেটা- একটা অনুভূতি, একটা সংগ্রামের চেতনা। গেমটা খেলার পর থেকে কেমন যেন আবেগ আপ্লুত হয়ে উঠছি। আমাদের সূর্যসন্তানদের লড়াইয়ের চেতনা মনে করিয়ে দেয় এই গেম। ১৯৭১ সালে মুক্তিবাহিনীর গেরিলা গ্রুপ ‘সামসু বাহিনী’ এর সঙ্গে মধুমতি নদীর তীরে শনিরচরে পাক হানাদার বাহিনীর লড়াইকে উপজীব্য করে প্রস্তুত করা হয়েছে ‘হিরোজ অব ’৭১’। শনিরচর থেকে শুরু করে বরিশাল বিজয় পর্যন্ত এটি বিস্তৃত।
×