ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্লোবাল বাংলা টাইমসের যাত্রা শুরু

প্রকাশিত: ০৮:২৩, ১৭ ডিসেম্বর ২০১৫

গ্লোবাল বাংলা টাইমসের যাত্রা শুরু

তথ্যের ভা-ার হিসেবে বাংলাদেশ থেকে পরিচালিত বাঙালী ও বাংলাকেন্দ্রিক যে কোন বিষয় এবং তথ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘গ্লোবাল বাংলা টাইমস’ (মষড়নধষনধহমষধঃরসবং.পড়স)। এটি শুধু একটি ওয়েবসাইটই নয়, বরং একটি তথ্যকোষ। এতে বাঙালীর নৃতাত্ত্বিক পরিচয়, ভূখ-ের পরিচয়, সাংস্কৃতিক যোগাযোগ, শিল্প-সাহিত্য, লোকজ সংস্কৃতি, ক্রীড়া ব্যক্তিত্ব, রাজনীতি, শিক্ষা, বিজ্ঞানসহ নানাস তথ্যের সন্নিবেশে দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে থানা-জেলা-বিভাগীয় পর্যায়ের যে কোন তথ্য, অতীত ও বর্তমান সবকিছুর সমন্বয় ঘটানো হয়েছে। দীর্ঘ কয়েক বছরের নিরলস চেষ্টার পর আলোর মুখ দেখছে সাইটটি। Ñবিজ্ঞপ্তি
×