ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অল্পের জন্য রক্ষা আন্ধারমানিকে প্রায় ডুবন্ত ফেরি থেকে ৩শ’ পর্যটক উদ্ধার

প্রকাশিত: ০৮:৪২, ১৭ ডিসেম্বর ২০১৫

অল্পের জন্য রক্ষা আন্ধারমানিকে প্রায় ডুবন্ত ফেরি থেকে  ৩শ’ পর্যটক  উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৬ ডিসেম্বর ॥ কুয়াকাটা থেকে ফেরার পথে কলাপাড়ার আন্ধারমানিক নদীতে প্রায় তিন শ’ পর্যটক নিয়ে চারটি বাস, দুটি মাইক্রো, একটি পিকআপ ও অতিরিক্ত মাল বোঝাই ফেরির হঠাৎ তলা ফেটে ডুবে যেতে থাকে। এ সময় স্থানীয়রা ট্রলারযোগে যাত্রীদের উদ্ধার করে। বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুুরের পর্যটক মানিক জানান, ফেরিটি নীলগঞ্জের পাড় থেকে অতিরিক্ত যান বোঝাই করে কলাপাড়া অংশে ভেড়ার সময় একটি মালবাহী ট্রাক পন্টুনে উঠতে যায়। হঠাৎ ফেরিটির তলা ফেটে পানি উঠতে থাকে। পন্টুনের সঙ্গে বাঁধা ফেরির রশি ছিঁড়ে ফেরিটি প্রায় তিন শ’ ফুট পশ্চিম দিকে ভেসে যায়। এ সময় যাত্রীরা কান্নাকাটি ও চিৎকার শুরু করলে স্থানীয়রা তাৎক্ষণিক ট্রলার ও খেয়ায় যাত্রীদের তুলে কিনারে নিয়ে আসে। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ফেরিতে গিয়ে পাম্প লাগিয়ে পানি সেচে ফেরিটি ভাসিয়ে রেখে কিনারে আনার চেষ্টা করে। ফেরির চালক ওহাব জানান, কোন যাত্রী নিখোঁজ নেই। কলাপাড়া থানার ওসি মনিরুজ্জামান (তদন্ত) জানান, যাত্রীরা নিরাপদে রয়েছে। রাত দেড়টায় এ খবর লেখা পর্যন্ত ফেরিটি উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়েছে।
×