ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তাইওয়ানে অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৮:৩৫, ১৭ ডিসেম্বর ২০১৫

তাইওয়ানে অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক ॥ তাইওয়ানে ১ দশমিক ৮৩ বিলিয়ন ডলারের (১৪ হাজার ১৩৬ কোটি ৪৭ লাখ টাকা) অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে ওবামা প্রশাসন। এ ঘোষণার পরপরই মার্কিন পণ্যে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে চীন। যুক্তরাষ্ট্র বলছে, তাইওয়ানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির অংশ হিসেবেই অস্ত্র বিক্রির এ ঘোষণা দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী তাইওয়ানকে মার্কিন নৌবাহিনীর দু’টি পরিত্যক্ত ফ্রিগেট, অ্যান্টি-ট্যাংক মিসাইল, জলে-স্থলে চলতে সক্ষম সামরিক যান, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ও অন্যান্য সমরাস্ত্র সরঞ্জাম দেবে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় বেইজিংয়ে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে চীনা কর্তৃপক্ষ।
×