ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালকিনিতে এক অসহায় ভ্যানচালকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি

প্রকাশিত: ২১:১৯, ১৭ ডিসেম্বর ২০১৫

কালকিনিতে এক অসহায় ভ্যানচালকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর) ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল এলাকার ভবানিপুর গ্রামে বাবুল পালোয়ান-(৪০) নামের এক অসহায় ভ্যানচালকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হযরানির অভিযোগ পাওয়া গেছে। তিনি এ মিথ্যা মামলা থেকে বাঁচতে ও বাদী পক্ষের হুমকিতে পরিবার নিয়ে নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় আশ্রায় নিয়েছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, ভবানিপুর গ্রামের আবদুল হাকিম কাজীর বসত ঘড়ে সম্প্রতি রাতের আধারে কেবা কারা অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। এ অগ্নি সংযোগের ঘটনায় আবদুল হাকিম কাজী বাদী হয়ে তার প্রতিপক্ষ অসহায় ভ্যানচালক বাবুল পালোয়ানকে জরিয়ে মাদারীপুর কোর্টে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এতে করে অসহায় ভ্যানচালকের পরিবার হয়রানির শিকার হয়ে বিচারে দাবিতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। অপর দিকে বাদী পক্ষের অব্যহত হুমকিতে প্রান নাশের ভয়ে নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় পালিয়ে বেড়াচ্ছেন।
×